কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু পহেলা জানুয়ারি, পরীক্ষা এপ্রিলে

কুবি প্রতিনিধি।।
আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ (সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি-জিএসটি) ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বের হয়ে স্নাতক প্রথম বর্ষে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে আবেদন এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) ৮৩ তম অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত করা যাবে। আবেদন ফি ১১০০ টাকা। এছাড়া, প্রথমে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল। এরপর ‘বি’ ইউনিট (কলা ও মানবিক) ও ‘সি’ ইউনিটের (ব্যবসা শিক্ষা) ভর্তি পরীক্ষা যথাক্রমে ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সকাল ১০-১১ টা পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার বলেন, ‘অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারিত হয়েছে ১১০০ টাকা। ভর্তি ফরম বিক্রি শুরু হবে জানুয়ারির ১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page