০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা

কুমিল্লা মহানগর বিএনপি’র প্রথম সম্মেলন আজ; বক্তব্য রাখবেন তারেক রহমান

  • তারিখ : ১০:১৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 68

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মহানগর বিএনপি প্রতিষ্ঠার পর আজ ২৫ ফেব্রুয়ারি প্রথামবারের মতো দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত এ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দুপুর ২টা থেকে কুমিল্লা নগরীর প্রানকেন্দ্র টাউন হল মাঠে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। বিকাল ৪টায় তারেক রহমান বক্তব্য রাখার কথা রয়েছে। ইতোমধ্যে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতা-কর্মীদের মাঝে। শহরজুড়ে সাজ সাজ রব। সম্মেলনস্থল টাউনহল মাঠ থেকে শুরু করে আশপাশের এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। টানা হয়েছে ব্যানার-ফেস্টুন-পোস্টার।

কুমিল্লা মহানগর বিএনপির নেতৃত্বও ঘোষণা করা হবে এ সম্মেলন থেকে। ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজনকে চূড়ান্ত করা হয়েছে।

তাঁরা হলেন, সভাপতি পদে সাবেক আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে সাবেক সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান রাজিব। কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী আক্কাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এসব তথ্য জানা গেছে।

সম্মেলনে প্রধান বক্তা থাকবেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি থাকবেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

জানা যায়, সম্মেলনে নগরীর ২৭টি ওয়ার্ড থেকে দুই হাজার ৭২৭ জন কাউন্সিলর, চার হাজার প্রতিনিধিসহ প্রায় ২৫ হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে।

প্রসঙ্গত, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশনের যাত্রার পর ২০২২ সালের ৩০ মে প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমিরকে আহ্বায়ক ও কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়। ওই কমিটিতে উৎবাতুল বারী আবুকে যুগ্ম আহ্বায়ক করা হয়। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালের ২৭ জুলাই মহানগর বিএনপির আহ্বায়ক আমিরুজ্জামান আমিরকে অব্যাহতি দেয় বিএনপি। পরে ২০২২ সালের ৩১ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে উদবাতুল বারী আবুকে আহ্বায়ক এবং ইউসুফ মোল্লা টিপুকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

error: Content is protected !!

কুমিল্লা মহানগর বিএনপি’র প্রথম সম্মেলন আজ; বক্তব্য রাখবেন তারেক রহমান

তারিখ : ১০:১৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মহানগর বিএনপি প্রতিষ্ঠার পর আজ ২৫ ফেব্রুয়ারি প্রথামবারের মতো দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত এ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দুপুর ২টা থেকে কুমিল্লা নগরীর প্রানকেন্দ্র টাউন হল মাঠে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। বিকাল ৪টায় তারেক রহমান বক্তব্য রাখার কথা রয়েছে। ইতোমধ্যে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতা-কর্মীদের মাঝে। শহরজুড়ে সাজ সাজ রব। সম্মেলনস্থল টাউনহল মাঠ থেকে শুরু করে আশপাশের এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। টানা হয়েছে ব্যানার-ফেস্টুন-পোস্টার।

কুমিল্লা মহানগর বিএনপির নেতৃত্বও ঘোষণা করা হবে এ সম্মেলন থেকে। ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজনকে চূড়ান্ত করা হয়েছে।

তাঁরা হলেন, সভাপতি পদে সাবেক আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে সাবেক সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান রাজিব। কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী আক্কাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এসব তথ্য জানা গেছে।

সম্মেলনে প্রধান বক্তা থাকবেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি থাকবেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

জানা যায়, সম্মেলনে নগরীর ২৭টি ওয়ার্ড থেকে দুই হাজার ৭২৭ জন কাউন্সিলর, চার হাজার প্রতিনিধিসহ প্রায় ২৫ হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে।

প্রসঙ্গত, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশনের যাত্রার পর ২০২২ সালের ৩০ মে প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমিরকে আহ্বায়ক ও কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়। ওই কমিটিতে উৎবাতুল বারী আবুকে যুগ্ম আহ্বায়ক করা হয়। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালের ২৭ জুলাই মহানগর বিএনপির আহ্বায়ক আমিরুজ্জামান আমিরকে অব্যাহতি দেয় বিএনপি। পরে ২০২২ সালের ৩১ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে উদবাতুল বারী আবুকে আহ্বায়ক এবং ইউসুফ মোল্লা টিপুকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।