কুমিল্লা সদরে দুই হাজার আটশ কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুই হাজার আটশ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ সার বিতরণ করা হয়েছে।

এছাড়া প্রত্যক কৃষকের বিকাশ নম্বরে প্রণোদনার অর্থ প্রদান করা হয়েছে। প্রণোদনা বাবদ মোট বরাদ্দ ছিল ৪৭ লাখ ,৮১,০০০ টাকা। গত বুধবার ( ৪ সেপ্টেম্বর) সদর উপজেলা কৃষি অফিসারের কার্যলয়ের সামনে এ প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা ।

জানা গেছে,কুমিল্লায় প্রলয়ংকরী বন্যায় জেলার আদর্শ সদর সহ ১৪ উপজেলায় কৃষিতে মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে।

আদর্শ সদর উপজেলার সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিকল্পে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রতি কৃষক ০৫ কেজি করে উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার ও ১০০০/- বিকাশের মাধ্যমে প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব রোমেন শর্মা, উপজেলা নির্বাহী অফিসার, আদর্শ সদর, কুমিল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব আউলিয়া খাতুন, উপজেলা কৃষি অফিসার, আদর্শ সদর, কুমিল্লা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষকবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page