কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যানের পিতা হাজী রফিকুল ইসলামের জানাজায় শোকার্ত মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুলের পিতা শহরতলীর ধর্মপুর এলাকার বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব মো. রফিকুল ইসলামের জানাজা নামাজ সোমবার বাদ জোহর ধর্মপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত। চলমান করোনা সংকটেও বরেন্য সমাজসেবকের জানাজা নামাজে শোকার্ত মানুষের ঢল নামে। তবে জানাজা নামাজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রদক্ষেপ নেওয়া হয়। মরহুম রফিকুল ইসলামকে জানাজা শেষে ধর্মপুর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, আলহাজ¦ মো. রফিকুল ইসলাম (৭৮) রবিবার রাত সাড়ে ১১ টায় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র সদর উপজেলা চেয়াম্যান এড.আমিনুল ইসলাম টুটুল ও জেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল, ১ কন্যা নগরীর গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন পলি সহ নাতি-নাতনী, আত্মীয় স্বজন, বহু শুভাকাঙ্খি ও গুনগ্রাহি রেখে গেছেন।

এদিকে উপজেলা চেয়ারম্যান এড. টুটুলের পিতার মৃত্যুর খবর পেয়ে রাতেই রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও নগরীর বিশিষ্ট জনেরা মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দির বাহার এমপি ও সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত।

জেলা পিপি এড.মো.জহিরুল ইসলাম সেলিম,কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.আবদুস ছালাম, ভিক্টোরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান,মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাসের, উপজেলা পরিষদ এসোশিয়েশনের সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু, জেলা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক, সাধারন সম্পাদক আতিকুল্লাহ খোকন ,কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক নিতিশ সাহা, সদস্য মো. লুৎফুর রহমান,আসিফ তরুন, ইয়াসমীন রিমা,তাওহিদ হোসেন মিঠু, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি হুমায়ুন কবীর রনি সহ রাজনৈতিক-সামাজিক সংগঠন সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বিশিষ্ঠজনেরা।

সোমবার বাদ জোহর ধর্মপুর ভিক্টোরিয়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জানাজা নামাজের আগে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, মরহুমের বড় ছেলে এড. আমিনুল ইসলাম টুটুল।

জানাজায় অংশ নেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. মো. ইউনুছ ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জেলা ক্রিকেট কাউন্সিলে সভাপতি সাইফুল আলম রনি, কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী।

দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দূর্গাপুর দক্ষিন ইউনিয়নের চেয়াম্যান আলহাজ্ব মো.আমিনুল হক, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক,পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক সহ মহানগর আওয়ামী লীগ,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা অংশ নেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page