০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে অবৈধ নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ অভিযান বুড়িচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কামরুল হুদার পক্ষে নির্বাচনী গণমিছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র – হাজী ইয়াছিন তরুণদের যুক্তি, চিন্তা ও নেতৃত্বকে একত্রিত করতে ডিবেটিং সোসাইটির আত্মপ্রকাশ কুমিল্লার বুড়িচংয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আটক কুমিল্লার দেবিদ্বারে নাশকতার মামলায় দুই সেচ্ছাসেবক লীগ নেতা আটক কুমিল্লায় সারা রাত কুস্তি লড়াই; বিজয়ী পেলেন গরু, রানারআপের খাসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ‘রান উইথ কুবি শিবির’ কর্মসূচি ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ

কুমিল্লা সদর দক্ষিণে দুই পোল্ট্রি খামারের পাঁচ হাজার মুরগী চুরির অভিযোগ

  • তারিখ : ১১:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • 46

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ।।
কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরীতে সুমনের মালিকানাধীন দুইটি পোল্ট্রি খামার থেকে রাতের আঁধারে পাঁচ হাজার মুরগী চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পোল্ট্রি খামার মালিক সুমন বাদি হয়ে মোহাম্মদ উল্লাহ’র বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। উভয়ের মধ্যে ব্যবসায়িক ও আর্থিক লেনদেনের বিরোধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়,কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন নগরীর ২৭ নং ওয়ার্ডের ধনাইতরী এলাকায় ভাড়া নিয়ে মহিউদ্দিন সুমন দুইটি পোল্ট্রি খামার পরিচালনা করছেন। আস্থা ফিড কোম্পানীর ডিলার মহিউদ্দিন সুমনের ব্যবসায় ঈর্ষান্বিত হয়ে শনিবার রাতে প্যরাগন ফিড কোম্পানীর ডিলার সাতবাড়িয়া গ্রামের মোহাম্মদ উল্লাহ লোকজন নিয়ে পাঁচ হাজার (প্রায় ২ কেজি ওজনের) মুরগী নিয়ে যায়। মুরগীগুলোর বর্তমান মূল্য প্রায় দশ লাখ টাকা।

এ সময় সুমনের পোল্ট্রি খামারের ম্যানেজার সালাউদ্দিন মুরগী নেয়ার সময় বাঁধা দিলে তাকে অস্ত্রের জিম্মি ভয়ভীতি দেখায় বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও পিকআপে তুলে ৪১ বস্তা মুরগীর খাদ্যও নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা বলে দাবি করেছেন সুমন।

এ ঘটনায় সুমন বাদি হয়ে সদর দক্ষিণ মডেল থানায় সাতবাড়িয়া গ্রামের মোহাম্মদ উল্লাহ’র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। রবিবার বিকালে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ উল্লাহ’র নিকট জানতে চাইলে তিনি বলেন, সালাউদ্দিনের কাছে পাওনা টাকার পরিবর্তে মুরগী এনেছি।

অভিযোগ দায়েরকারী সুমন বলেন, মোহাম্মদ উল্লাহ রাতের আঁধার আমার পাঁচ হাজার মুরগী চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, উভয়ের মধ্যে ব্যবসায়িক ও আর্থিক লেনদেনের বিরোধ রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

error: Content is protected !!

কুমিল্লা সদর দক্ষিণে দুই পোল্ট্রি খামারের পাঁচ হাজার মুরগী চুরির অভিযোগ

তারিখ : ১১:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ।।
কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরীতে সুমনের মালিকানাধীন দুইটি পোল্ট্রি খামার থেকে রাতের আঁধারে পাঁচ হাজার মুরগী চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পোল্ট্রি খামার মালিক সুমন বাদি হয়ে মোহাম্মদ উল্লাহ’র বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। উভয়ের মধ্যে ব্যবসায়িক ও আর্থিক লেনদেনের বিরোধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়,কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন নগরীর ২৭ নং ওয়ার্ডের ধনাইতরী এলাকায় ভাড়া নিয়ে মহিউদ্দিন সুমন দুইটি পোল্ট্রি খামার পরিচালনা করছেন। আস্থা ফিড কোম্পানীর ডিলার মহিউদ্দিন সুমনের ব্যবসায় ঈর্ষান্বিত হয়ে শনিবার রাতে প্যরাগন ফিড কোম্পানীর ডিলার সাতবাড়িয়া গ্রামের মোহাম্মদ উল্লাহ লোকজন নিয়ে পাঁচ হাজার (প্রায় ২ কেজি ওজনের) মুরগী নিয়ে যায়। মুরগীগুলোর বর্তমান মূল্য প্রায় দশ লাখ টাকা।

এ সময় সুমনের পোল্ট্রি খামারের ম্যানেজার সালাউদ্দিন মুরগী নেয়ার সময় বাঁধা দিলে তাকে অস্ত্রের জিম্মি ভয়ভীতি দেখায় বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও পিকআপে তুলে ৪১ বস্তা মুরগীর খাদ্যও নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা বলে দাবি করেছেন সুমন।

এ ঘটনায় সুমন বাদি হয়ে সদর দক্ষিণ মডেল থানায় সাতবাড়িয়া গ্রামের মোহাম্মদ উল্লাহ’র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। রবিবার বিকালে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ উল্লাহ’র নিকট জানতে চাইলে তিনি বলেন, সালাউদ্দিনের কাছে পাওনা টাকার পরিবর্তে মুরগী এনেছি।

অভিযোগ দায়েরকারী সুমন বলেন, মোহাম্মদ উল্লাহ রাতের আঁধার আমার পাঁচ হাজার মুরগী চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, উভয়ের মধ্যে ব্যবসায়িক ও আর্থিক লেনদেনের বিরোধ রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।