০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিনে ৯ টি ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেফতার

  • তারিখ : ০৮:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • 26

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন রামচন্দ্রপুর আব্দুল হামিদের বাড়িতে গত ৩ জুন ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি ডাকাতি মামলা করে।

উক্ত মামলার প্রেক্ষিতে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূঁইয়ার নির্দেশে মামলার তদন্তকারী অফিসার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে সোমবার রাতে মামলায় সাথে জড়িত ২ জন আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো বাঙ্গরা বাজার থানার হাটাশ (বড় মসজিদ ওয়ালা হাজী বাড়ী) এলাকার আব্দুল বারেক এর ছেলে জীবন মিয়া জিবু(৪৫)। ও চান্দিনা থানার পানিপাড়া গ্রামের (ঈদগাহ বাড়ি সংগলগ্ন মিজানুর রহমানের ছেলে আল-আমিন(৩৪), জেলা কুমিল্লা।

পুলিশের জিজ্ঞাসাবাদে ২ জন আসামী জানায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুর্ধর্ষ ডাকাত। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে উক্ত আসামীদ্বয় বর্ণিত মামলার ডাকাতির ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে।

সদর দক্ষিন মডেল থানার পুলিশ আরও জানায় যে, গ্রেফতারকৃত আসামী জীবন মিয়া জীবু ডাকাতের বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ডাকাতি মামলা সহ ৯টি মামলা রয়েছে । আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লা সদর দক্ষিনে ৯ টি ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেফতার

তারিখ : ০৮:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন রামচন্দ্রপুর আব্দুল হামিদের বাড়িতে গত ৩ জুন ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি ডাকাতি মামলা করে।

উক্ত মামলার প্রেক্ষিতে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূঁইয়ার নির্দেশে মামলার তদন্তকারী অফিসার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে সোমবার রাতে মামলায় সাথে জড়িত ২ জন আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো বাঙ্গরা বাজার থানার হাটাশ (বড় মসজিদ ওয়ালা হাজী বাড়ী) এলাকার আব্দুল বারেক এর ছেলে জীবন মিয়া জিবু(৪৫)। ও চান্দিনা থানার পানিপাড়া গ্রামের (ঈদগাহ বাড়ি সংগলগ্ন মিজানুর রহমানের ছেলে আল-আমিন(৩৪), জেলা কুমিল্লা।

পুলিশের জিজ্ঞাসাবাদে ২ জন আসামী জানায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুর্ধর্ষ ডাকাত। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে উক্ত আসামীদ্বয় বর্ণিত মামলার ডাকাতির ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে।

সদর দক্ষিন মডেল থানার পুলিশ আরও জানায় যে, গ্রেফতারকৃত আসামী জীবন মিয়া জীবু ডাকাতের বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ডাকাতি মামলা সহ ৯টি মামলা রয়েছে । আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।