০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও গণজুতা নিক্ষেপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি কুমিল্লার বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার প্রাকৃতিক গ্যাসের উপজেলা মুরাদনগর: ১০ ভাগ পরিবারেরই নেই গ্যাস সংযোগ আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লায় নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু আবাসিক সংকট চরমে, বাধ্য হয়ে মেসে থাকছেন কুবি শিক্ষার্থীরা কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

গত ২৪ ঘন্টায় করোনায় কুমিল্লায় ৩ জনের মৃত্যু, সনাক্ত আরো ৬২

  • তারিখ : ০৪:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • 142

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৬২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১১,২২২ জন। এদিনে জেলায় নতুন মৃত্যু হয়েছে ৩ জনের।

এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু সংখ্যা ৩৪১। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ২, উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা:

লাকসাম- ১ (পুরুষ, ৭৫ বছর)
চৌদ্দগ্রাম- ১ (পুরুষ, ৬৭ বছর)
দেবিদ্বার- ১ (মহিলা, ৭৫ বছর)

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি কর্পোরেশন- ২৭, আদর্শ সদর- ৪, বুড়িচং- ৪, ব্রাহ্মণপাড়া- ১, চান্দিনা- ২, চৌদ্দগ্রাম- ৫, লাকসাম- ৪, বরুড়া- ৩, নাঙ্গলকোট- ৪, দেবিদ্বার- ১, দাউদকান্দি- ২, হোমনা- ২, তিতাস- ২, লালমাই- ১,

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, শনিবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১১,২২২জন। সর্বমোট মৃত্যুবরন করেছেন ৩৪১ জন। নতুন ৮ জনসহ মোট ৯০৯৭ জন সুস্থ্য হয়েছেন।

কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ৬৩,৩৫৩ জনের ও রিপোর্ট পাওয়া গেছে ৬২,৯৫১ জনের। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা:আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৮, এদের মধ্যে নতুন সনাক্ত: ১ জন।

error: Content is protected !!

গত ২৪ ঘন্টায় করোনায় কুমিল্লায় ৩ জনের মৃত্যু, সনাক্ত আরো ৬২

তারিখ : ০৪:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৬২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১১,২২২ জন। এদিনে জেলায় নতুন মৃত্যু হয়েছে ৩ জনের।

এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু সংখ্যা ৩৪১। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ২, উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা:

লাকসাম- ১ (পুরুষ, ৭৫ বছর)
চৌদ্দগ্রাম- ১ (পুরুষ, ৬৭ বছর)
দেবিদ্বার- ১ (মহিলা, ৭৫ বছর)

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি কর্পোরেশন- ২৭, আদর্শ সদর- ৪, বুড়িচং- ৪, ব্রাহ্মণপাড়া- ১, চান্দিনা- ২, চৌদ্দগ্রাম- ৫, লাকসাম- ৪, বরুড়া- ৩, নাঙ্গলকোট- ৪, দেবিদ্বার- ১, দাউদকান্দি- ২, হোমনা- ২, তিতাস- ২, লালমাই- ১,

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, শনিবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১১,২২২জন। সর্বমোট মৃত্যুবরন করেছেন ৩৪১ জন। নতুন ৮ জনসহ মোট ৯০৯৭ জন সুস্থ্য হয়েছেন।

কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ৬৩,৩৫৩ জনের ও রিপোর্ট পাওয়া গেছে ৬২,৯৫১ জনের। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা:আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৮, এদের মধ্যে নতুন সনাক্ত: ১ জন।