চৌদ্দগ্রামের তারাশাইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামের তারাশাইল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মোঃ ওয়ালী উল্যাহ, পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ ভূঁইয়া, মরকটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, হিংগুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, তারাশাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক মিলন, অভিভাবক সেলিম চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট বাপ্পি ফরায়জী, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে অধ্যয়নরত মোঃ ফখরুল ইসলাম ফরায়জী, গোল্ডেন জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী নাজনীন সুলতানা ও তাসলিম জাহান জুলি প্রমুখ।

অনুষ্ঠান শেষে তারাশাইল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী ও বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত দুইজন প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ।

পরিচালনা করেন তারাশাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার সঞ্চালনায় শিক্ষক মোস্তফা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শহীদ উল্যাহ, অভিভাবক আবুল কালামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page