চৌদ্দগ্রামের হরিপুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের হরিপুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালে হরিপুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত তাফসীর মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে উপস্থিত ছিলেন জৈনপুরের পীর সাহেব, শাহ্ সূফি মোহাম্মদ ফাররুখ ছেয়ার সিদ্দিকী আল কোরাইশী।

প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন আল আযহার ইসলামীক রিচার্স ইনস্টিটিউট এর মহা পরিচালক মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী।

বিশেষ মুফাচ্ছির হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আলীয়া মাদরাসার সাবেক হেড মুহাদ্দিস হযরত মাওলানা কাজী আব্দুর রাজ্জাক, কৃষ্ণপুর দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসার সুপার আলহাজ¦ হযরত মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন ফারুকী, রাজেন্দ্রপুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, হরিপুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুর রহমান।

তাফসীর মাহফিলে প্রধান অতিথি ছিলেন উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম।

হরিপুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন সর্দারের সভাপতিত্বে তাফসীর মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রহিম, মামুনুর রশিদ খন্দকার, পূর্ব জোড়কানন ইউপি সদস্য আব্দুল মতিন।

কৃষ্ণপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ আব্দুস সোবহান মজুমদার।

সার্বিক সহযোগিতায় ছিলেন হরিপুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবলু মিয়া, সমাজসেবক তাজুল ইসলাম, কবির, এনায়েত, জালাল, নজরুল ইসলাম, কাউছার, ফয়সাল, অনিক, সৌরভ, কামাল, মোসলেম, সাইফুল, ওয়াদুদ, সোহেল, শাকিল, আমান, হেলাল, ইমান, আরিফ প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page