চৌদ্দগ্রামে আ’লীগ নেতা ভ. ম আফতাবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে হিঙ্গুলা শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মরহুম ভ. ম আফতাবুল ইসলাম ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুরআন খতম, মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল রিপন, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, হাজী জানে আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম।

অধ্যাপক মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ওমর ফারুকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহ আলম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মুকুল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাহিন, ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী নেতা কামাল হোসেন, হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরীফুল ইসলাম মজুমদার ফখরুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও কনকাপৈত ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিশেষ দোয়া-মোনাজাত করা হয় ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি’র পক্ষ থেকে আ’লীগ নেতা ভ. ম আফতাবুল ইসলাম ভূঁইয়ার সহধর্মিনী উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনার হাতে নগদ ৫ লাখ টাকার অনুদান তুলে দেন আগত অতিথিবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page