চৌদ্দগ্রামে উজিরপুর ইউ’পিতে নৌকা প্রতীকের পক্ষে সবার ঐক্যমত

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম এর পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উজিরপুর ইউনিয়ন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে হোটেল টাইমস স্কয়ার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারীকের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিঞা নাছির উদ্দীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

এসময় আসন্ন ২৬ শে ডিসেম্বর উজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি গঠন সহ নির্বাচনী প্রচার-প্রচারণা বিষয়ে সর্বোপরি আলোচনা করা হয়।আলোচনায় সকল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে নৌকার প্রার্থীর পক্ষে বিজয় সুনিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী দেলোয়ার হোসেন মেম্বার, খোরশেদ আলম খন্দকার, শাহ আলম মেম্বার, মিয়া মো: জহির, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মজুমদার, মাষ্টার শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাষ্টার শহীদুর রহমান রতন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন রিংকু, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান জালাল, যুবলীগ নেতা আবুল কালাম, মাহাবুবুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান আজিজ, মো: সোহেল, ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page