চৌদ্দগ্রামে খাদ্য সহায়তা নিয়ে বন্যা দুর্গতদের পাশে ছিলো করপাটি গ্রামের যুবসমাজ

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে খাদ্য সহায়তা নিয়ে দুর্যোগকালীন সময়ে বন্যা দুর্গতদের পাশে ছিলো উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের সর্বস্তরের যুবসমাজ। এ সময় স্বেচ্ছাসেবীরা নিজ নিজ এলাকা থেকে বন্যা কবলিতদের উদ্ধার করে নিরাপদে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি করপাটি গ্রামের পক্ষ থেকে নিজ গ্রাম সহ আশেপাশের বন্যা কবলিত গ্রামে রান্না করা খাবার, শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে গত শনিবার (৩১ আগস্ট) পর্যন্ত করপাটি গ্রামের যুবসমাজের উদ্যোগে প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ধারাবাহিকভাবে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ জন বন্যা দুর্গতদের মাঝে রান্না করা খাবার (প্যাকেট বিরিয়ানী) বিতরণ করা সহ শুকনো খাবার, চাল-ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনে গ্রামের প্রবাসীরা সহ সমাজের বিত্তবানরা সার্বিকভাবে অর্থ সহযোগিতা করে পাশে ছিলেন।

এ সময় স্বেচ্ছাশ্রম দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন অধ্যাপক কাজী মো: শেখ ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মো: ফরিদ উদ্দিন, কাজী মো: আব্দুল মান্নান, কাজী মো: মহিন উদ্দিন নয়ন, বিশিষ্ট রাজনীতিবিদ কাজী মো: মহি উদ্দিন মুকুল, মো: বেলাল হোসাইন, কাজী ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যাংকার কাজী মো: মামুনুর রশিদ, কাজী মো: বেলাল হোসাইন, যুবনেতা মহিন উদ্দিন, আবুল কাশেম, সাংবাদিক এম. মোশাররফ হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজসেব মো: ফিরোজ মোল্লা, ডা. মোজাফফর আহমেদ মোল্লা, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, প্রবাসী কাজী আব্দুল হান্নান নয়ন, মো: মাছুম, মো: মাসুদ, মো: রিয়াজুল করিম মোল্লা, যুবনেতা মহিন উদ্দিন মোল্লা, কাজী মো: শহীদুল্লাহ, কাজী রিয়াজুল হক, মো: মোজাম্মেল হক মোল্লা, মো: জাহিদ হাসান মোল্লা, কাজী আব্দুর রহিম সবুজ, মো: আব্দুর রহিম মিয়াজী, কাজী আরব আলী, কাজী ইমতিয়াজ উদ্দিন সবুজ, মো: একরামুল হক, মো: সাদ্দাম হোসেন মোল্লা, মো: রিপন মিয়াজী, মো: মোজাম্মেল হোসেন মোল্লা, মো: বোরহান উদ্দীন মোল্লা, মো: মোতালেব হোসেন মোল্লা, মো: নুরুল খবির মোল্লা, মো: মাছুম, মো: রায়হান উদ্দীন মোল্লা, আরিফুল ইসলাম মোল্লা তুহিন, মো: ফয়সাল, কাজী মাসুদুর রহমান, কাজী বাবলু, আরমান হোসাইন ইভু, কাজী মো: প্রান্ত, মো: রুবেল মোল্লা, আজাদ হোসেন মোল্লা, মো: শাহাদাৎ হোসেন, মো: ফারুক হোসেন, কাজী সুমন, কাজী আরিফ হোসেন, মিসবাহ মজুমদার, মোশারফ হোসেন মজুমদার, মো: সজল, তারেকুর রহমান মোল্লা, মোহাম্মদ রাফি, মো: সাইমন পাটোয়ারী, কাজী শিমুল, কাজী মো: তারেক, কাজী মো: হাসান, কাজী আনোয়ার হোসেন, কাজী টিপু, মো: জনি, কাজী দিগন্ত, কাজী ফুয়াদ, কাজী ফাহাদ, মো: মাহফুজুর রহমান, মো: রবিন মজুমদার, মো: মুরাদ হোসেন সহ এলাকার স্বেচ্ছাসেবীগণ।

করপাটি গ্রামের পক্ষ থেকে বিভিন্ন প্রকার সাহায্য-সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থ সহায়তাকারী ও স্বেচ্ছাসেবী সহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগিরা। স্থানীয় সচেতন মহলের প্রশংসায় ভাসছেন করপাটি গ্রামের স্বেচ্ছাসেবীরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page