চৌদ্দগ্রামে গাউছিয়া কমিটির উদ্যোগে মিলাদুন্নবী উদযাপন

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে মিছিল ও মাহফিল করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ চৌদ্দগ্রাম শাখা।

সোমবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী পবিত্র জশনে জুলুস ঈদ এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মিছিল ও মাহফিল উপজেলার গাছবাড়ীয়া গাউছিয়া তৈয়্যেবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জশনে জুলুস ঈদ এ-মিলাদুন্নবী (সাঃ) এর মাহফিলে প্রধান আলোচক ছিলেন মুফতি মাওলানা শহিদুল্লাহ বাহাদুর। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রামে গাউছিয়া কমিটির সভাপতি হোসাইন মোহাম্মদ বেলাল ও সাধারণ সম্পাদক ফরহাদ উল্লাহ আল কাদরী সহ বিভিন্ন দলের নেতাকর্মী।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, আল্লাহর রহমত হিসেবে ১২ রবিউল আউয়াল পৃথিবীতে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শ। নবী মুহাম্মদ (সা.) এর আদর্শেই পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য সাম্য মানবতা প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সকল স্তরের পাঠ্যবইয়ে অন্তর্ভূক্তিকরণের আহবান জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page