০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক কামরুল নিহত মদিনার কাফেলা বাংলাদেশ বুড়িচং উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় অবৈধ ইটভাট ‘‘মেসার্স বিএমবি ব্রিকসের’’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ কুমিল্লার ৯ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি; ২টি শরিক দলের জন্য ছাড় বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কুমিল্লায় কবিরাজের কাছে ‘জিন ছাড়াতে’ গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

চৌদ্দগ্রামে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ

  • তারিখ : ০৯:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • 67

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে রেহেনা আক্তার (৪০) নামে এক অসহায় নারীকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত মিজানুর রহমান পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে এবং ওই নারীর প্রাক্তন স্বামী।

ঘটনাটি ঘটেছে উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগি রেহেনা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৮টায় অভিযুক্ত মিজানুর রহমান অজ্ঞাতনামা আরও ৭/৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে রেহেনার বাড়ীতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রেহেনা আক্তারকে ব্যাপক মারধর করে এবং শ্লীলতাহানী ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগি রেহেনা আক্তার থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে ভুক্তভোগি রেহেনা আক্তারের ভাই মো: কামাল হোসেন বলেন, অভিযুক্ত মিজানুর রহমান আমার বোনের প্রাক্তন স্বামী। ২০২১ সালে তার সাথে আমার বোনের ডিভোর্স হয়। তারপরও সে বিভিন্ন সময় এসে আমার বোনকে নানান অত্যাচার-নির্যাতন করে। গত সোমবার সে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে এসে আমার বোনের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় সে আমার বোনকে ব্যাপক মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার কথা অস্বীকার করে বক্তব্য দিবেন না বলে লাইনটি কেটে দেন।

চৌদ্দগ্রাম থানা সহকারী উপ-পরিদর্শক মো: মহিন উদ্দীন জানান, রেহেনা আক্তার কর্তৃক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি সামাজিকভাবে মীমাংশার দায়িত্ব নিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তিনি ভুক্তভোগিকে আইনী সহায়তার আশ্বাস প্রদান করেন।

error: Content is protected !!

চৌদ্দগ্রামে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ

তারিখ : ০৯:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে রেহেনা আক্তার (৪০) নামে এক অসহায় নারীকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত মিজানুর রহমান পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে এবং ওই নারীর প্রাক্তন স্বামী।

ঘটনাটি ঘটেছে উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগি রেহেনা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৮টায় অভিযুক্ত মিজানুর রহমান অজ্ঞাতনামা আরও ৭/৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে রেহেনার বাড়ীতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রেহেনা আক্তারকে ব্যাপক মারধর করে এবং শ্লীলতাহানী ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগি রেহেনা আক্তার থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে ভুক্তভোগি রেহেনা আক্তারের ভাই মো: কামাল হোসেন বলেন, অভিযুক্ত মিজানুর রহমান আমার বোনের প্রাক্তন স্বামী। ২০২১ সালে তার সাথে আমার বোনের ডিভোর্স হয়। তারপরও সে বিভিন্ন সময় এসে আমার বোনকে নানান অত্যাচার-নির্যাতন করে। গত সোমবার সে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে এসে আমার বোনের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় সে আমার বোনকে ব্যাপক মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার কথা অস্বীকার করে বক্তব্য দিবেন না বলে লাইনটি কেটে দেন।

চৌদ্দগ্রাম থানা সহকারী উপ-পরিদর্শক মো: মহিন উদ্দীন জানান, রেহেনা আক্তার কর্তৃক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি সামাজিকভাবে মীমাংশার দায়িত্ব নিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তিনি ভুক্তভোগিকে আইনী সহায়তার আশ্বাস প্রদান করেন।