চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কালাম মিয়াজী স্মরণে দোয়া ও মিলাদ

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আবুল কালাম মিয়াজীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রাজ্জাক।

মাদসার সিনিয়র শিক্ষক মো: আবুল বশারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার পরিচালনা কমিটির সদস্য হাফেজ মাওলানা মুজিবুল হক মিয়াজী, মাস্টার রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার একেএম সাইফুদ্দিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আবুল কালাম মিয়াজীর ছেলে জহিরুল আলম মিয়াজী, মাদ্রসা শিক্ষক আনিসুর রহমান, মাওলানা বিল্লাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক গাজী শামসুল হক, মোস্তফা কামাল, আব্দুল আজীজ সহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page