চৌদ্দগ্রামে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো: আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ১১-১৪ ডিসেম্বর-২০২১ পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলায় ৩৩৭টি কেন্দ্রে জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন চলবে। ৬-১১ মাস বয়সী শিশুদেরকে একটি করে নীল রঙের ক্যাপসুল (মোট ১১৫০০) এবং ১-৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল (মোট ৮৪০০০) সহ সর্বমোট ৯৪৫০০ পিস ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page