চৌদ্দগ্রামে ভেকু দিয়ে মাটি খনন করায় বসতভিটা ও কবরস্থান হুমকির মুখে

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ভেকু দিয়ে মাটি খনন করায় ভাঙনের মুখে বসতভিটা ও কবরস্থান। উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এর থেকে পরিত্রাণ পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্য সৌদি প্রবাসীর ছেলে শাখাওয়াত হোসেন।

আবেদনে সৌদিপ্রবাসী আবদুল জলিলের পুত্র শাখাওয়াত হোসেন উল্লেখ করেন, পড়ালেখার সুবাদে তারা স্ব-পরিবারে মিয়াবাজারে বসবাস করে। তার বাড়ির পূর্ব পাশে ফসলি জমির মধ্যে স্থানীয় সাদেক মিয়ার জামাতা রহিম মিয়া মাছ চাষ করে আসছে। ফলে তার বসতভিটা ও কবরস্থানে ভাঙন দেখা দিয়েছে।

সামাজিকভাবে বাধা দিলেও তারা কর্ণপাত করেনি। বর্তমানে তারা ভেকু দিয়ে মাটি খনন করায় বসতভিটা ও বিল্ডিং হেলে পড়েছে। রোববার সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে রহিম মিয়া ভেকু সরিয়ে নেয়। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোরদাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীর পরিবার।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page