চৌদ্দগ্রামে মুজিবুল হক এমপি ও তাঁর সহধর্মীনির রোগমুক্তি কামনায় যুবলীগের দোয়া-মিলাদ

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপির সহধর্মীনি এডভোকেট হনুফা আক্তার রিক্তার রোগমুক্তি কামনায় উপজেলা যুবলীগের উদ্যোগে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মৌকরা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন।

উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর নির্বাচনে মেয়র প্রার্থী জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, সুপ্রীমকোর্টে এডভোকেট ড. আবদুল মান্নান ভুঁইয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা স্বেচ্ছাবেকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, চিওড়া ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর, গুণবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহাম্মদ খোকন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীমসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page