চৌদ্দগ্রামে রাইস ট্রান্সপ্লান্টার’র মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।

উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, কামরুল হাসান মুরাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক খোরশেদ আলম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সহকারী সচিব ফয়সাল বিন করিম, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভূঁইয়া, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাইমুর রহমান মজুমদার মাছুম, বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেন, ‘ কৃষকদের প্রতি যে অত্যাচার নির্যাতন করেছে জামায়াত বিএনপির সরকার, তা ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসাবে থাকবে। জামায়াত বিএনপির আমলে কৃষকদেরকে লাইন ধরে সারের দোকানে অপেক্ষা করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। এখন আর দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সারের জন্য কৃষকদেরকে লাইন ধরে অপেক্ষা করতে হয় না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার বীজ, সার ও কৃষি উপকরণ কৃষকদের দৌরগোড়ায় পৌঁছে দিয়ে কৃষকদের এ দুর্দশা লাঘবে কাজ করেছে’।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page