চৌদ্দগ্রামে লাল সবুজের বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ওসি শুভ রঞ্জন চাকমা

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা স্লোগানকে সামনে রেখে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে থানা চত্ত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

থানা চত্ত্বরে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা।

কর্মসূচিতে দ্বিতীয় পর্বে থানার সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হায়দার, কুমিল্লা দক্ষিন জেলা শাখার সভাপতি এম আনোয়ার মজুমদার বাঁধন, চৌদ্দগ্রাম শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয়, সিনিয়র সদস্য রাশিদ শাহরিয়ার রিমন প্রমুখ। সংগঠক।

লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা রোপণ এবং শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করা হবে। প্রতিবছরের মত এবছরও ১ লাখ চারা বিতরণ করবে বলে সংগঠনটি জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page