দাখিল পরীক্ষায় চৌদ্দগ্রামে দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার ঈশ্বনীয় সাফল্য

স্টাফ রিপোটারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসায় এবারের দাখিল পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে।

এবার এ মাদ্রাসা থেকে ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন জিপিএ-৫, এ গ্রেড চার জন ও এ মাইনাস একজন সহ শতভাগ পাশ করেছে। শুভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আলমগীর কবির মজুমদারের সার্বিক দিকনির্দেশনায় একঝাঁক তরুন ও অভিজ্ঞ ৬২ জন শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত এ মাদরাসাটির রয়েছে নিজস্ব সুনাম-সুখ্যাতি।

সম্পূর্ণ নিরিবিলি-মনোরম পরিবেশে কয়েকটি বহুতল ভবন, আধুনিক মসজিদ কমপ্লেকসহ উপযোগি ও স্বাস্থ্যসম্মত আবাসিক ব্যবস্থার ফলে খুব অল্প সময়ের মধ্যেই চৌদ্দগ্রাম, কুমিল্লাসহ দেশে এ মাদরাসার সুনাম ছড়িয়ে পড়েছে। দূর-দূরান্ত থেকে এখানে পড়তে আসে কোমলমতি শিক্ষার্থীরা।

আবাসিকে ৮৩০ জন শিক্ষার্থী সহ বিভিন্ন বিভাগ মিলিয়ে মাদরাসায় সর্বমোট ১৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানকার সার্বিক ব্যবস্থাপনায় অভিভাবকসহ স্থানীয় সচেতন মহল অত্যন্ত খুশি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page