মনোয়ার হোসেন।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, কোন স্বৈরাচার দেশ থেকে একবার পালিয়ে গেলে ইতিহাস বলে সে আর কখনো ফিরে আসে না। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও আর কখনো দেশে ফিরতে পারবে না। তিনি শুক্রবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মডার্ণ স্কুল এন্ড মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনু্ষ্ঠিত এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডাঃ তাহের আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের পরাজয় মানে আধিপত্যবাদী ভারতের পরাজয়। স্বৈরাচারী হাসিনার পতনে তার মিত্র ভারত দিশেহারা হয়ে পড়েছে, এজন্য তারা সীমান্ত উত্তেজনা তৈরি করে এবং তাদের এ দেশীয় দোসরদের মাধ্যমে নানান চক্রান্তে লিপ্ত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল দল ও মতের লোকদের ঐক্যবদ্ধ হয়ে এদের সকল চক্রান্ত ও অপচেষ্টাকে রুখে দিতে হবে।
তিনি আরো বলেন, আমাদের দেশের সুন্দর ও স্হিতিশীল পরিবেশকে অস্হিতিশীল করতে ভারত ও দেশী-বিদেশী চক্রান্তকারীরা এখনো বিরামহীন ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতকে বুঝতে হবে বাংলাদেশে তাদের বশ্যতার রাজনীতি আর কখনো ফিরে আসবে না।
ডাঃ তাহের বলেন, আমরা আগামীতে এমন একটি জাতীয় সরকার চাই, যে সরকার দেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট ও সকল অন্যায় দুর করে মানুষের মৌলিক অধিকার ও চাহিদাগুলো পুরণে সক্ষম হবে। এ জন্য দেশের নেতৃত্ব থেকে অসৎ লোকদের সরিয়ে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যাক্তিদের আগামীর রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।
তিনি বলেন, সংস্কার বিহীন নির্বাচন যেমন অর্থবহ হবে না, তেমনি নির্বাচন না হলে দেশের পরিবেশও স্হিতিশীল হবেনা। তাই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি মাওঃ আবুল হাসনাত মোঃ আবদুল হালিম বলেন, পতিত স্বৈরচারী আওয়ামীলীগ সরকার দেশের অসংখ্য আলেম-ওলামা ও ছাত্র-জনতা সহ হাজার হাজার লোককে হত্যা করেছে। তাদের জুলুম নির্যাতনে সাধারণ মানুষ নিজেদের বাড়ি ঘরে থাকতে পারে নি, গত জুলাই আগস্টের আন্দোলনে দুই সহস্রাধিক দেশপ্রেমিক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার পর বর্তমানে মানুষ স্বাধীনভাবে জীবন যাপন করতে পারছে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করেন প্রখ্যাত মুফাসসির ও বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমির হামজা। বিশেষ আলোচক হিসেবে তাফসীর পেশ করেন সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রিয় জামে মসজিদের খতীব মাওঃ ইয়াহিয়া তাকী।
সাবেক ছাত্র নেতা মোঃ মনির হোছাইন মজুমদারের সভাপতিত্বে ও মাওঃ আবদুল বাতেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর আমীর মাওলানা মোঃ ইব্রাহীম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আবদুল হাকিম, সেক্রেটারী আবু তাহের, শিবিরের সাবেক উপজেলা সভাপতি রবিউল হোসেন মিলন প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page