
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার প্রতিনিধি।।
ভালো বাসী দেবীদ্বারকে এ শ্লোগানকে সামনে রেখে ফেইজবুক টিম দেবীদ্বার’র উদ্যোগে অসহায় হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার বিকেলে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ফেইজবুক টিম দেবীদ্বার’র সদস্যদের মাধ্যমে উপকার ভোগীদের বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এসময় ফেইজবুক টিম দেবীদ্বার’র কার্যক্রম সম্পর্কে জানান দিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। টিম সদস্য আনোয়ার পারভেজ খান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ফেইজবুক টিম দেবীদ্বার’র সদস্য জামাল হোসেন সরকার, সাংবাদিক সফিউল আলম রাজিব, গোলাম কিবরিয়া, সোহান কামাল, সুমাইয়া মাহমুদ প্রমূখ।











