বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কুমিল্লা মহিলা আওয়ামী লীগের কম্বল বিতরণ, র‌্যালী ও আলোচনা সভা

সাকের আহমেদ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রবিবার (১০জানুয়ারি) কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামঘাটস্থ বাংলাদেশ আওয়ামীলীগ কুমিল্লা দক্ষিন জেলা কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র‍্যালি ও দরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরন করা হয়।

বিকালে কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, সাবেক মহিলা সংসদ সদস্য এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ জোবেদা খাতুন পারুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসাঃ কোহিনুর বেগম।

এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কুমিল্লা দক্ষিণ জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট তানজিনা। বুড়িচং উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতিনাদেরা পারভিন।

এসময় আরো অনেক মহিলা নেত্রী বক্তব্য রাখেন। উক্ত আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন। এই আলোচনা অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলার দশটি উপজেলার মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কমীরা উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page