বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

আলমগীর হোসেন।।
বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা জেলা পর্যায়ের ফাইনাল খেলায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২-০ গোলে কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গোল পেয়েছেন সোহান ও মোহাম্মদ জিহাদ।

বুধবার (২১ জুন) বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ২৯ মিনিটের সময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হয়ে প্রথম গোলটি করেন সোহান। ১-০ গোলে বিরতিতে যায় ভিক্টোরিয়া সরকারি কলেজ।

দ্বিতিয়ার্ধে ৫১ মিনিটের সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের হয়ে দ্বিতীয় গোলটি করে মোহাম্মদ জিহাদ। দুদলই খেলায় কয়েকটি সুযোগ পেয়ে গোলের দেখা পায়নি আর। ফলে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

এসময় অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার, সহকারী কমিশনার অতিশ সরকার, জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভূইয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সরোয়ার জাহান। সঞ্চালনা করেন সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page