বরুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি হসপিটালকে ৬৫ হাজার টাকা অর্থদন্ড

আরাফাত হোসেন।।
কুমিল্লার বরুড়ায় ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে বরুড়া পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এই সময় পৌরসভায় লাইসেন্স ছাড়া হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, অপরিচ্ছন্ন ল্যাব, সার্টিফিকেট বিহীন ল্যাব টেকনোলজিস্ট দ্বারা ল্যাব পরিচালনা করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা এবং মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩ ধারা মোতাবেক ৬৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এর মধ্যে বরুড়া পৌরসদর বাজারের ইসডো ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না করায় ৫০০০ টাকা,বরুড়া ডয়াবেটিক সেন্টার ও রেঁনেসা হসপিটালে লাইসেন্স নবায়ন না থাকা, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখা, পর্যাপ্ত জায়গা না নিয়ে ল্যাব পরিচালনা করা এবং যথাযথ ল্যাব টেকনোলজিস্ট দিয়ে পরীক্ষা না করায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা করে মোট ০৩ টি প্রতিষ্ঠানকে ৬৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এই সময় মোবাইল কোর্ট পরিচালনার সময়ে কয়েকটি ক্লিনিকের লোকজন ক্লিনিক বন্ধ করে পালিয়ে যান।মোবাইল কোর্ট পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন, তার সাথে সহায়তা করেন বরুড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডাঃ নূরেন তাসকীন তুলি, ডাঃ সিফাত সালেহ, ডাঃ তানজিম মজুমদার এবং বরুড়া থানা পুলিশের একটি চৌকষ দল।জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page