বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

আরাফাত হোসেন।।
কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।আজ ২১ এপ্রিল রোববার অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান কামাল এর শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া কামাল, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক ৪ বারের সংসদ সদস্য আব্দুল হাকিম এর ছোট ছেলে এ এম এন মইনুল ইসলাম ও মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরো মনোনয়ন পত্র যারা দাখিল করেছেন তারা হলেন, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সোহেল সামাদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী দেলোয়ারা বেগম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, বরুড়া পৌরসভার মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম ও মর্জিনা বেগম মনোনয়ন জমা দিয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন শাহ মোঃ কামাল হোসেন ভূঁইয়া, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, মোঃ কবির আহমেদ ভূইয়া ও এডভোকেট আবদুর রহিম।

উল্লেখ্য যে আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page