বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ার মুগগাঁও উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবন উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। আজ ২৪ মার্চ বিকাল ৩টায় উপজেলার ভাউকসার ইউনিয়নের মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে, ও ভাউকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ জামান মাসুদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি।
বিশেষ অতিথি ছিলেন আড্ডা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল আলম, কুমিল্লা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আলেক হোসেন জুয়েল, ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক, ভাউকসার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল মালেক, ভাউকসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ খন্দকার মারুফ, সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ সোহেল সামাদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন মিহির।
এই সময় আরো উপস্থিত ছিলেন পয়ালগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহিন উদ্দিন, শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন,দাতা সদস্য মোঃ খোরশেদ আলম দুলাল, কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান রকি সাধারণ সম্পাদক মোঃ বায়জীদ বোস্তামী সহ আরো অনেক নেতৃবৃন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page