১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ কুমিল্লার মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ‎ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই যুবক, ৪ কেজি গাঁজা উদ্ধার

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে উৎসব পালন

  • তারিখ : ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • 15

আরাফাত হোসেন, বরুড়াঃ
কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে মায়েদের আগ্রহী করতে নেওয়া হয়েছে ভিন্ন উদ্যোগ। স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে নরমাল ডেলিভারিতে জন্ম নেয়া প্রত্যেকটি নবজাতক ও মায়েদের দেয়া হয় শুভেচ্ছা উপহার। বেলুন ফুলিয়ে রোগীর আত্মীয়স্বজন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও নার্সদের নিয়ে তৈরি করা হয় এক আনন্দঘন পরিবেশের। এতে করে বেড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সেটির সেবা গ্রহীতার সংখ্যা। দিন দিন বেড়েছে নরমাল ডেলিভারির সংখ্যা।

জানা যায় প্রথম গত বছরের ২১ ডিসেম্বর নরমাল ডেলিভারিতে জন্ম নেয়া নবজাতকদের উপহার তুলে দেওয়া হয়। এছাড়া প্রসূতিকে পুরো কোর্স এন্টিবায়োটিক ও এক মাসের আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট দেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আগে যেখানে মাসে ২০ থেকে ২২ টি নরমাল ডেলিভারি হতো। কিন্তু বর্তমানে প্রতি মাসে ৪০ থেকে ৪২টি নরমাল ডেলিভারি হচ্ছে।সকল ডেলিভারি প্রসূতিকে উপহার দিচ্ছে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধির জন্য প্রতি মাসে তিন জন সিনিয়র স্টাফ নার্স, তিন জন সিএইচসিপি ও তিন জন হেলথ এসিস্ট্যান্টকে বেস্ট পারফরম্যান্স এওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। এতে করে তাদের কাজের প্রতি আগ্রহ বেড়েছে। সেবার মান ও বেড়েছে আগে থেকে অনেকগুণ।

এই বিষয়ে উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল কুমিল্লা নিউজকে বলেন, গত বছরের ৬ অক্টোবর যোগদানের পর দেখি স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রোগীর সংখ্যা খুবই কম। গরীব অসহায় মানুষের কাছে সেবা পৌছে সকলে মিলে কাজ করছি।এই উপজেলার গর্ববতী মায়েরা নরমাল ডেলিভারিতে অনাগ্রহী। নরমাল ডেলিভারি বৃদ্ধির জন্য গ্রামে গ্রামে গিয়ে মায়েদের নরমাল ডেলিভারিতে আগ্রহের জন্য বিভিন্ন ধরনের উৎসাহমূলক সভা ও সেমিনার করি। এতেও লক্ষ্যণীয় পরিবর্তন হয়নি। পরে নবজাতকদের উপহারের কথা চিন্তা করি। এই স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সহকর্মীকে এই কাজে আগ্রহী করে তুলি,তারা আমার কাজে সহযোগিতা করায় সফলতা পাচ্ছি। আমি এই হাসপাতালের সেবা সাধারণ জনগনের কাছে পৌঁছে দিতে চাই।

তিনি আরও জানিয়েছেন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধির জন্য ৫৬ বছর পর প্রথমবারের মত অপারেশন থিয়েটার (ওটি) চালু করি গত ০৬ ডিসেম্বর। ওটি চালুর পর থেকে আজ পর্যন্ত প্রতি সপ্তাহে নিয়মিত ওটি হচ্ছে। আজ পর্যন্ত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০টির অধিক অপারেশন হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন কুমিল্লা নিউজকে বলেন, আমরা এই প্রশংসনীয় কাজের কথা শুনেছি। বরুড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ . কামরুল হাসান সোহেল নিজের পকেটের টাকায় এই উপহারের ব্যবস্থা করছেন। তার এই কাজকে সাধুবাদ জানাই। আমি মনে করি বরুড়া নয় পুরো কুমিল্লা তথা সারা বাংলাদেশে এই উদ্যোগ চালু করলে দেশে সিজারের সংখ্যা কমে মায়েরা স্বাস্থ ঝুঁকি থেকে বাঁচবে। এতে নরমাল ডেলিভারিতে মানুষের আগ্রহ বাড়বে।

error: Content is protected !!

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে উৎসব পালন

তারিখ : ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

আরাফাত হোসেন, বরুড়াঃ
কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে মায়েদের আগ্রহী করতে নেওয়া হয়েছে ভিন্ন উদ্যোগ। স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে নরমাল ডেলিভারিতে জন্ম নেয়া প্রত্যেকটি নবজাতক ও মায়েদের দেয়া হয় শুভেচ্ছা উপহার। বেলুন ফুলিয়ে রোগীর আত্মীয়স্বজন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও নার্সদের নিয়ে তৈরি করা হয় এক আনন্দঘন পরিবেশের। এতে করে বেড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সেটির সেবা গ্রহীতার সংখ্যা। দিন দিন বেড়েছে নরমাল ডেলিভারির সংখ্যা।

জানা যায় প্রথম গত বছরের ২১ ডিসেম্বর নরমাল ডেলিভারিতে জন্ম নেয়া নবজাতকদের উপহার তুলে দেওয়া হয়। এছাড়া প্রসূতিকে পুরো কোর্স এন্টিবায়োটিক ও এক মাসের আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট দেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আগে যেখানে মাসে ২০ থেকে ২২ টি নরমাল ডেলিভারি হতো। কিন্তু বর্তমানে প্রতি মাসে ৪০ থেকে ৪২টি নরমাল ডেলিভারি হচ্ছে।সকল ডেলিভারি প্রসূতিকে উপহার দিচ্ছে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধির জন্য প্রতি মাসে তিন জন সিনিয়র স্টাফ নার্স, তিন জন সিএইচসিপি ও তিন জন হেলথ এসিস্ট্যান্টকে বেস্ট পারফরম্যান্স এওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। এতে করে তাদের কাজের প্রতি আগ্রহ বেড়েছে। সেবার মান ও বেড়েছে আগে থেকে অনেকগুণ।

এই বিষয়ে উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল কুমিল্লা নিউজকে বলেন, গত বছরের ৬ অক্টোবর যোগদানের পর দেখি স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রোগীর সংখ্যা খুবই কম। গরীব অসহায় মানুষের কাছে সেবা পৌছে সকলে মিলে কাজ করছি।এই উপজেলার গর্ববতী মায়েরা নরমাল ডেলিভারিতে অনাগ্রহী। নরমাল ডেলিভারি বৃদ্ধির জন্য গ্রামে গ্রামে গিয়ে মায়েদের নরমাল ডেলিভারিতে আগ্রহের জন্য বিভিন্ন ধরনের উৎসাহমূলক সভা ও সেমিনার করি। এতেও লক্ষ্যণীয় পরিবর্তন হয়নি। পরে নবজাতকদের উপহারের কথা চিন্তা করি। এই স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সহকর্মীকে এই কাজে আগ্রহী করে তুলি,তারা আমার কাজে সহযোগিতা করায় সফলতা পাচ্ছি। আমি এই হাসপাতালের সেবা সাধারণ জনগনের কাছে পৌঁছে দিতে চাই।

তিনি আরও জানিয়েছেন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধির জন্য ৫৬ বছর পর প্রথমবারের মত অপারেশন থিয়েটার (ওটি) চালু করি গত ০৬ ডিসেম্বর। ওটি চালুর পর থেকে আজ পর্যন্ত প্রতি সপ্তাহে নিয়মিত ওটি হচ্ছে। আজ পর্যন্ত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০টির অধিক অপারেশন হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন কুমিল্লা নিউজকে বলেন, আমরা এই প্রশংসনীয় কাজের কথা শুনেছি। বরুড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ . কামরুল হাসান সোহেল নিজের পকেটের টাকায় এই উপহারের ব্যবস্থা করছেন। তার এই কাজকে সাধুবাদ জানাই। আমি মনে করি বরুড়া নয় পুরো কুমিল্লা তথা সারা বাংলাদেশে এই উদ্যোগ চালু করলে দেশে সিজারের সংখ্যা কমে মায়েরা স্বাস্থ ঝুঁকি থেকে বাঁচবে। এতে নরমাল ডেলিভারিতে মানুষের আগ্রহ বাড়বে।