১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
How To Win Slot Machine Online Play Free Slot Machine Online No Download – The Ultimate Overview to Online Slot Games কুবিতে প্রথমবারের মতো সিরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর যুবক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ

বরুড়া পৌর শহরের যানযটে অতিষ্ঠ পৌরবাসী

  • তারিখ : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • 273

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া পৌর শহরের সবসময় যানযট লেগে থাকছে। বরুড়া পৌর শহরের বরুড়া বাজার জিরো পয়েন্ট, কলেজ রোড, থানা রোড, হসপিটাল রোড, চান্দিনা রোড সহ সকল সড়কে সকাল থেকে বিকাল, রাত পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।বরুড়া যানযটের কারনে ৩০ মিনিট ১ ঘন্টা যাবৎ যানবাহনে বসে থাকতে হচ্ছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার যাত্রীরা,কঠিন দূর্ভোগের শিকার হয়ে চলছে পৌর বাসী।বরুড়া পৌর শহরে পৌরসভা থেকে হাতে গনা কয়েকজন ট্রাপিক নামে থাকলে ও কাজের কাজ কিছুই হয় না।তারা ঠিকমত দায়িত্ব পালন করছে না।বরুড়া পৌর শহরের যানযটের প্রধান কারন প্রধান সড়কে সি এনজি অটো ও বাস স্ট্যান্ড থাকায় সাধারন যানবাহন চলাচলে বাধা হয়।

এই বিষয়ে বলাকা বাসের কুমিল্লাগামী যাত্রী বলেন আমি ৮ টায় আড্ডায় বাসে উঠি বরুড়া বাজারে ৮ঃ৩০ মিনিটে আসি তখন বাজরে জেমের কারনে বাস স্ট্যান্ড দাড়াতে ও যেতে যেতে ৫০ মিনিট লাগে তাহলে কুমিল্লা যেতে আড়াই বা তিন ঘন্টা লাগে।

এই বিষয়ে বরুড়া সচেতন নাগরিক মনে করেন বরুড়া পৌর শহরের সড়কগুলো প্রশস্ত করন,ফুটপাত দখল মুক্ত ,সি এনজি ও অটো প্রধান সড়ক থেকে দূরে স্ট্যান্ড, বরুড়া পৌর শহরকে নগর পরিকল্পনা করতে হবে।তাহলে বরুড়া পৌরশহরকে কিছুটা যানযট মুক্ত করা যাবে।এই বিষয়ে বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন ( বখতিয়ার) এর সুদৃষ্টি কামনা করছে সাধারণ জনগন।

error: Content is protected !!

বরুড়া পৌর শহরের যানযটে অতিষ্ঠ পৌরবাসী

তারিখ : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া পৌর শহরের সবসময় যানযট লেগে থাকছে। বরুড়া পৌর শহরের বরুড়া বাজার জিরো পয়েন্ট, কলেজ রোড, থানা রোড, হসপিটাল রোড, চান্দিনা রোড সহ সকল সড়কে সকাল থেকে বিকাল, রাত পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।বরুড়া যানযটের কারনে ৩০ মিনিট ১ ঘন্টা যাবৎ যানবাহনে বসে থাকতে হচ্ছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার যাত্রীরা,কঠিন দূর্ভোগের শিকার হয়ে চলছে পৌর বাসী।বরুড়া পৌর শহরে পৌরসভা থেকে হাতে গনা কয়েকজন ট্রাপিক নামে থাকলে ও কাজের কাজ কিছুই হয় না।তারা ঠিকমত দায়িত্ব পালন করছে না।বরুড়া পৌর শহরের যানযটের প্রধান কারন প্রধান সড়কে সি এনজি অটো ও বাস স্ট্যান্ড থাকায় সাধারন যানবাহন চলাচলে বাধা হয়।

এই বিষয়ে বলাকা বাসের কুমিল্লাগামী যাত্রী বলেন আমি ৮ টায় আড্ডায় বাসে উঠি বরুড়া বাজারে ৮ঃ৩০ মিনিটে আসি তখন বাজরে জেমের কারনে বাস স্ট্যান্ড দাড়াতে ও যেতে যেতে ৫০ মিনিট লাগে তাহলে কুমিল্লা যেতে আড়াই বা তিন ঘন্টা লাগে।

এই বিষয়ে বরুড়া সচেতন নাগরিক মনে করেন বরুড়া পৌর শহরের সড়কগুলো প্রশস্ত করন,ফুটপাত দখল মুক্ত ,সি এনজি ও অটো প্রধান সড়ক থেকে দূরে স্ট্যান্ড, বরুড়া পৌর শহরকে নগর পরিকল্পনা করতে হবে।তাহলে বরুড়া পৌরশহরকে কিছুটা যানযট মুক্ত করা যাবে।এই বিষয়ে বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন ( বখতিয়ার) এর সুদৃষ্টি কামনা করছে সাধারণ জনগন।