বাংলাদেশ ১৪০টি উন্নয়নশীল দেশের মধ্যে ৪০ তম স্বীকৃতি- এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন

মনির খাঁন মুরাদনগর উপজেলা প্রতিনিধি।।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বঙ্গন্ধুর কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিন-রাত কাজ করে যাচ্ছেন। তারই ফলে আজ বাংলাদেশ ১৪০টি উন্নয়নশীল দেশের মধ্যে ৪০তম উন্নয়নের রোল মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

শনিবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজার মাঠে ধামঘর, বাবুটিপাড়া ও পাহাড়পুর ইউনিয়ন আ’লীগের আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তবে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও “গ্রাম হবে শহর” এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে যাকেই দলের নমিনেশন দেবে, তার পক্ষেই আমরা সবাই একত্রিত হয়ে কাজ করে যাব। দলের ভিতরে অনেক গ্রহণ যোগ্য প্রার্থী রয়েছেন, তারই মধ্যেই দল যোগ্য ব্যক্তি কেই নৌকার প্রতীক দিবেন।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সামাদ মাঝির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি মু. রুহুল আমিন, সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান,ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান।

পাহাড়পুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলার যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন,ধামঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম, পাহাড়পুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক লিটন ভূমিক,উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page