বিজয়ের ৫০বছর পূর্তীতে দাউদকান্দির গৌরীপুরে শাহজাহান ইলেকট্রনিক্সের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

রাজিব হোসেন জয়।
বিজয়ের ৫০ বছর পূর্তীতে দাউদকান্দির গৌরীপুরে শাহজাহান ইলেকট্রনিক্স-ওয়ালটনের র‌্যালী, বৃক্ষরোপণ, কেককাটা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে দাউদকান্দি উপজেলার গৌরীপুরে শাহজাহান ইলেকট্রনিক্স ওয়ালটনের শো-রুমে এ বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

সকাল সাড়ে এগারোটায় প্রথমে গৌরীপুর-হোমনা সড়কের ম্যাডোনা গার্ডেন সিটিতে অবস্থিত শাহজাহান ইলেকট্রনিক্স ওয়ালটন-এর শো-রুম হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয় এবং বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে জাতীয় সঙ্গীতের তালে তালে পতাকা উত্তোলন করেন, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার মোঃ নিজাম উদ্দিন খান।

পরে বৃক্ষরোপণ ও কেককাটা ও সর্বশেষ ওয়ালটন শো-রুমের স্বত্বাধিকারী মো: শামীম পারভেজ ও এরিয়া ম্যানেজার মামুন আহমেদ ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন খান, কবি-কলামিস্ট, সংগঠক ও সমাজকর্মী আলী আশরাফ খান, তরুণ রাজনৈতিক মোঃ দোলন পারভেজ সরকার, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ আলমগীর হোসেন ও ফিল্ড অফিসার ফারুক আহমেদকে।

এসময় বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page