০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হোমনায় চার দিন ধরে নিখোঁজ সাংবাদিক দিদার, পরিবারের সন্দেহ অপহরণ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি গঠন কুমিল্লায় ৩ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি; তিনদিন ধরে ধর্ষণ, নোয়াখালীর ৫ যুবক গ্রেফতার বাজগড্ডায় জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় ফুলেল সংবর্ধনা চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা আলী হোসেন সজিব বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য -হাজী ইয়াছিন বুড়িচংয়ে কলেজ ছাত্র অপহরণের পর নির্মম নির্যাতন, পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে সোহাগ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত

বিলুপ্তির ১৫ মাস পেরিয়ে গেলেও হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি

  • তারিখ : ১১:০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • 45

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষণার ১৫ মাস পেরিয়ে গেলেও এখনো গঠিত হয়নি নতুন কমিটি। ২০২৩ সালের ৬ই মার্চ কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। একই বছরের ৯ অক্টোবর কর্মীসভার আয়োজন করা হলেও এখনো নতুন কমিটির ঘোষণা হয়নি। কবে নাগাদ আসতে পারে সে বিষয়েও নেই কোন সঠিক ধারণা।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুসারে গতবছরের ৯ই অক্টোবর কর্মীসভা আয়োজন শেষে পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নেওয়া হয়। জাতীয় নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে কমিটি না দেওয়ার কারণ দর্শায় কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা। জাতীয় নির্বাচনের পর সরকার গঠন হলেও আলোর মুখ দেখেনি কুবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি। কবে আসবে নতুন কমিটি, তা জানে না ছাত্রলীগের নেতাকর্মী এবং পদপ্রত্যাশীরা।

কমিটি না থাকায় ছাত্রলীগের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে । জাতীয় কোনো কর্মসূচী ব্যতীত পদপ্রত্যাশীদের দেখা মিলছে না ক্যাম্পাসে।

এই বিষয়ে আগামী কমিটিতে পদপ্রত্যাশী এবং বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ বলেন, ‘আমরা আশাবাদী খুব শীঘ্রই ছাত্রলীগের কমিটির অনুমোদন দিবে। অনেকদিন হয়ে গেল আমাদের কর্মীসভা হয়েছে। কমিটি বসতে বিলম্ব হওয়ায় আমরাও ব্যথিত। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। আশাকরি খুব শীঘ্রই নতুন কমিটি আসবে। ছাত্রলীগের নতুন কমিটি হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে পারব।’

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পদপ্রত্যাশী এনায়েত উল্লাহ বলেন, ‘ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর কর্মীসভা হয়ে গেছে নয়-মাস হয়ে গেছে। পদ-প্রত্যাশী যারা আছেন, সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সাথে নিয়মিত যোগাযোগ করছেন। অতিদ্রুত নতুন কমিটি দিবে বলে আশ্বাস দিয়েছেন।’

কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির পদপ্রত্যাশী রেজা-ই-এলাহী বলেন, ‘ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্যদের সাথে আমরা কথা বলেছি। দ্রুতই নতুন কমিটির ঘোষণা দিবেন বলে আশ্বস্ত করেছেন। তবে নিশ্চিত করে বলতে পারছি না কবে আসবে নতুন কমিটি। বর্তমানে ক্যাম্পাসে কমিটি না থাকায় পদ-প্রত্যাশীসহ সাধারণ কর্মীদের কার্যক্রম জাতীয় দিবসগুলো ছাড়া খুব একটা নেই। হয়তো কমিটি না থাকাই বড় কারণ। যদি কমিটি থাকত ছাত্রলীগের সমস্ত কার্যক্রম বৃদ্ধি পেত।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ম. রকিবুল ইসলাম রকি বলেন, ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের দাবি আদায়ে সচেষ্ট থাকে। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি না থাকায় ছাত্রলীগের কর্মীরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে পরাতে যথাযথভাবে শিক্ষার্থীদের দাবি আদায় সম্ভব হচ্ছে না। তাও আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সাথে থাকার। আশা করি কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে শীঘ্রই একটি কমিটি দিয়ে ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটকে আবারো স্বক্রিয় করবে।’

সার্বিক বিষয়ে জানতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘আমরা অতি শীঘ্রই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি প্রদান করব। যা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করবে।’

error: Content is protected !!

বিলুপ্তির ১৫ মাস পেরিয়ে গেলেও হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি

তারিখ : ১১:০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষণার ১৫ মাস পেরিয়ে গেলেও এখনো গঠিত হয়নি নতুন কমিটি। ২০২৩ সালের ৬ই মার্চ কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। একই বছরের ৯ অক্টোবর কর্মীসভার আয়োজন করা হলেও এখনো নতুন কমিটির ঘোষণা হয়নি। কবে নাগাদ আসতে পারে সে বিষয়েও নেই কোন সঠিক ধারণা।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুসারে গতবছরের ৯ই অক্টোবর কর্মীসভা আয়োজন শেষে পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নেওয়া হয়। জাতীয় নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে কমিটি না দেওয়ার কারণ দর্শায় কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা। জাতীয় নির্বাচনের পর সরকার গঠন হলেও আলোর মুখ দেখেনি কুবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি। কবে আসবে নতুন কমিটি, তা জানে না ছাত্রলীগের নেতাকর্মী এবং পদপ্রত্যাশীরা।

কমিটি না থাকায় ছাত্রলীগের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে । জাতীয় কোনো কর্মসূচী ব্যতীত পদপ্রত্যাশীদের দেখা মিলছে না ক্যাম্পাসে।

এই বিষয়ে আগামী কমিটিতে পদপ্রত্যাশী এবং বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ বলেন, ‘আমরা আশাবাদী খুব শীঘ্রই ছাত্রলীগের কমিটির অনুমোদন দিবে। অনেকদিন হয়ে গেল আমাদের কর্মীসভা হয়েছে। কমিটি বসতে বিলম্ব হওয়ায় আমরাও ব্যথিত। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। আশাকরি খুব শীঘ্রই নতুন কমিটি আসবে। ছাত্রলীগের নতুন কমিটি হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে পারব।’

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পদপ্রত্যাশী এনায়েত উল্লাহ বলেন, ‘ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর কর্মীসভা হয়ে গেছে নয়-মাস হয়ে গেছে। পদ-প্রত্যাশী যারা আছেন, সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সাথে নিয়মিত যোগাযোগ করছেন। অতিদ্রুত নতুন কমিটি দিবে বলে আশ্বাস দিয়েছেন।’

কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির পদপ্রত্যাশী রেজা-ই-এলাহী বলেন, ‘ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্যদের সাথে আমরা কথা বলেছি। দ্রুতই নতুন কমিটির ঘোষণা দিবেন বলে আশ্বস্ত করেছেন। তবে নিশ্চিত করে বলতে পারছি না কবে আসবে নতুন কমিটি। বর্তমানে ক্যাম্পাসে কমিটি না থাকায় পদ-প্রত্যাশীসহ সাধারণ কর্মীদের কার্যক্রম জাতীয় দিবসগুলো ছাড়া খুব একটা নেই। হয়তো কমিটি না থাকাই বড় কারণ। যদি কমিটি থাকত ছাত্রলীগের সমস্ত কার্যক্রম বৃদ্ধি পেত।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ম. রকিবুল ইসলাম রকি বলেন, ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের দাবি আদায়ে সচেষ্ট থাকে। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি না থাকায় ছাত্রলীগের কর্মীরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে পরাতে যথাযথভাবে শিক্ষার্থীদের দাবি আদায় সম্ভব হচ্ছে না। তাও আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সাথে থাকার। আশা করি কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে শীঘ্রই একটি কমিটি দিয়ে ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটকে আবারো স্বক্রিয় করবে।’

সার্বিক বিষয়ে জানতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘আমরা অতি শীঘ্রই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি প্রদান করব। যা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করবে।’