বুড়িচং প্রতিনিধি।।
২০২৪ সালের গোমতী নদীর বাঁধ ভেঙে স্বরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রাম। এতে গৃহহীন হয়ে পরে শতশত পরিবার। এই গৃহহীন পরিবারের পাশে দাড়িয়েছে উপ-মহাদেশের প্রখ্যাত আলেম সিলেটের ফুলতলী পীর সাহেব আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠিত লতিফি হ্যান্ডস।
প্রতিষ্ঠানটির অর্থায়নে বুড়িচং উপজেলার ক্ষতিগ্রস্থ ১১টি পরিবারকে গৃহনির্মাণ করে দিয়েছে। এছাড়া লতিফি হ্যান্ডস এর অর্থায়নে কুমিল্লা নোয়াখালী ও ফেনী জেলায় প্রায় ১০০টি ঘরের কার্যক্রম চলমান রয়েছে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বুুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামের বিধবা খাজিদার হাতে একটি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
লতিফি হ্যান্ডস এর প্রতিনিধি মোঃ আবুল লতিফ হাবিবের সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক। দারুস সালাম মাদানীয়া মাদরাসা অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম রমজান, মোঃ এনামুল হক, মোঃ আলাউদ্দিন, সেনা সদস্য মোঃ বিল্লাল হোসেনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরো দেখুন:You cannot copy content of this page