বুড়িচংয়ে ডাঃ আবদুল করিম তাহফিযুল কোরআন মাদরাসা হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত

কাজী খোরশেদ আলম।।
বুড়িচং উপজেলার ডাঃ আবদুল করিম তাহফিযুল কোরআন মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠাণ ১৪ ফেব্রুয়ারী রবিবার বিকালে মাদরাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার পরিচালক মোঃ শাহ জামালের সভাপতিত্বে এবং মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আলীর পরিচালনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.আর.ডি.বি’র চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন গাজীপুর বোর্ড বাজার কেন্দ্রিয় জামে মসজিদেও খতিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ ক্বারী মাওলানা আবদুর রহিম আল মাদানী।

পাগড়ী প্রাপ্ত ছাত্ররা হলো- মোঃ সাকিব আল হাসান,মোঃ নাজমুল হাসান, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ ফাহিম চৌধূরী, মোঃ দিদারুল ইসলাম ফাহিম, মোঃ মাহফুজুল ইসলাম।
পাগড়ী প্রদান শেষে মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আলীর সঞ্চালনায় ইকরা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ইসলামী সংগীত পরিবেশন করেন তারিক বিন আজাদ, সায়েম আল হাসান, মারুফ হাসান বেলাল, শিশু শিল্পী সাদমান সাকিব, আদিল আরহাম, আবদুল্লাহ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

You cannot copy content of this page