বুড়িচংয়ে পিকআপ ভর্তি ভারতীয় আতশবাজি-পটকাসহ আটক- ৩

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ কুমিল্লা-মীরপুর সড়কে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ভারতীয় আতশবাজি-পটকা আটক করেছে।

রবিবার দিবাগত রাত ১১ টায় কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্ণমতি এলাকায় আতশবাজি আটকের ঘটনা ঘটে।

এসময় অভিযানে সেলিম ও নাজমুল নামে দুজনকে আটক করা হয়। তাদের বাড়ী জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায়। নাজমুল পিকআপ ভ্যান চালক।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রাতে গোপন সংবাদে এসআই বিনোদ দস্তগীর এএসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বুড়িচং পূর্নমতি এলাকায় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-২০-১৯৬৮) আটক করে।

তিরপল দিয়ে মোড়ানো পিকআপ ভ্যানটি তল্লাশী চালিয়ে ২৩ টি বস্তা ও কার্টনে আতশবাজি জব্দ করি। এ সময় সেলিম ও নাজমুল নামে দু’জনকে আটক করি। আটককৃত আতশবাজির মূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা।

পরে আটককৃত দু’জনের তথ্য মোতাবেক রবিবার দুপরে এ ঘটনায় জড়িত মকবুল হোসেন নামে আরো একজনকে আটক করি।

পুলিশ জানায়, এ ঘটনার সাথে জড়িতদের আটককের জন্য অভিযান চলমান রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page