বুড়িচংয়ে সাংবাদিকের মোটরসাইকেল নিয়ে পালানোর সময় যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিকের মোটরসাইকেল নিয়ে পালানোর সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

জানাযায়, বুড়িচং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার বুড়িচং প্রতিনিধি মো. জাকির হোসেন সোমবার রাত সোয়া ১১ টায় বাড়ী ফেরার পথে বুড়িচং উপজেলার কোরপাই পোস্ট অফিস বাজার এলাকায় একটি দোকানের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেল থামিয়ে দোকানে যায়।

কয়েক মিনিট পর এক যুবক মোটরসাইকেলটি স্টাট করে দ্রæত পালিয়ে যেতে থাকে। পরে জাকির হোসেন অন্য আরেকটি মোটরসাইকেল নিয়ে পিছন থেকে ধাওয়া করে। দুই কিলোমিটির দূরে গিয়ে মোটরসাইকেলসহ ওই যুবক রাস্তের পাশে একটি জমিতে পরে যায়। এসময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) কাজী হাছান উদ্দীন সঙ্গীয় ফোসসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত যুবককে পুলিশ হেফাজতে নেয়।
আটককৃত যুবকের নাম মোঃ জাকারিয়া চৌধূরী মানিক (২৮), সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাটেরহট গ্রামে গোলাম মোস্তফার ছেলে।

এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, আটককৃত আসামীকে মঙ্গলবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page