বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন সাবেক প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক।।
কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন সাবেক প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ। বিদায়ী তিন প্রধান শিক্ষক হলেন, আবদুল ওয়াহাব, মো. তাজুল ইসলাম ও মো. রৌশন আলী খান। এসময় বক্তারা সততার সাথে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন ও বিদ্যালয়টির কৃতিত্বপূর্ণ ফলাফলের প্রশংসা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষার কুমিল্লা অঞ্চলের উপ পরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ইনকিলাব সাংবাদিক ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল অদুদ ও বিদায়ী প্রধান শিক্ষকবৃন্দ।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবদুল কাদের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page