ব্রাহ্মণপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ বাছির উদ্দিন।।
২০২৩-২৪ অর্থবছরে রবি/২০২৩-২৪ মৌসুমে সরিষা, ভুট্রা, পেয়াজ ও সূর্যমুখী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ হোসেন মিয়া এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে তফাজ্জল হোসেন, রেহান উদ্দিন, শামীমুল ইসলাম ভূইয়া, মোহাম্মদ আবুল হোসেন, আলেক হোসেনসহ কৃষাণ-কৃষাণীরা।

অনুষ্ঠানে রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৮শত কৃষকের মাঝে ১কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিওপি, ৪০ জন কৃষকের মাঝে ১ কেজি সূর্যমুখী বীজ ও ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিওপি, ৩০ জন কৃষকের মাঝে ২ কেজি ভুট্রা বীজ ও ২০ কেজি এমওপি, ১০ কেজি ডিওপি, ১০ জন কৃষকের মাঝে ১ কেজি পেয়াঁজ বীজ ও ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়।

যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কৃষি কর্মকর্তা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page