ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর বন্যার্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ বাছির উদ্দিন।।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির আওতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর বন্যার্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা জামায়াতের উদ্যোগে সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে বন্যার্ত ও আশ্রয়নদের মাঝে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ঢাকা থেকে ২০ জন ডাক্তার ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করেন। দিনব্যাপী প্রায় ৮শত রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এসব সেবা পেয়ে সেবাপ্রত্যাশীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ব্যাপক খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা লুৎফুর রহমান খান মাছুম, সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আমিনুল ইসলাম, দেবিদ্বার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, শ্রমিক নেতা আবু কাউছার আরমান, কামরুল হাসান, ওমর সানিসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page