ব্রাহ্মণপাড়ায় ফেন্সিডিলসহ গ্রেফতার ১

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত ৩১ মার্চ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিক উল্লাহ ও এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান পরিচালনা করে।

অভিযানে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি সাকিনে জনৈক রফিকের মুদির দোকানের সামনে (হরিমঙ্গল – শশীদল) বাজার গামী পাকা রাস্তার উপর হইতে মোঃ সুজন প্রঃ মুন্না হাসান(২৭) কে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃতের দখল হইতে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

মোঃ সুজন, ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত আব্দুল বারেক প্রঃ বারেক মিয়ার ছেলে। পুলিশ তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা স্বীকার করে বলেন, “আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

You cannot copy content of this page