ব্রাহ্মণপাড়ায় বার্ষিক ওয়াজ ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের গদ্দিনীশীল পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে ৩য় বার্ষিক ওয়াজ ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে এই ওয়াজ ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হুমায়ুন কবীর (রুকু) ভূইঁয়া এর সভাপতিত্বে ও মাওলানা মোঃ আবু বকর ছিদ্দিক এর পরিচালনায় শুভাগমন করেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের গদ্দিনীশীল পীর, বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ এর কেন্দ্রীয় আমীর, ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুর রহমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হাজী মোঃ মাশুকুল আলম। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আমির হোসেন। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সুবেদার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহিম। বয়ান পেশ করেন শাইখুল হাদিস আল্লামা মুফতি ওসমান গনি সালেহী, আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর ছিদ্দীক রহমানী, আলহাজ্ব হযরত মাওলানা পীর রুহুল আমিন, মাওলানা মাসুক বিল্লাহ বাশারী, মাওলানা নূর মোহাম্মদ নূরী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম সবুজ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক চেয়ারম্যান, শহিদুল ইসলাম (শহীদ), কাজী ফোরকান আহাম্মদ সবুজ, সিরাজুল ইসলাম (জজু) ভূইয়া, আবু মোছা মোল্লা, রফিকুল ইসলাম, হাজী সুলতান আহম্মদ, হাজী রমিজ উদ্দিন, হাজী আব্দুল মালেক, কাজী মোহাম্মদ হাবিব উল্লাহ, মোঃ আল-আমিন, মোঃ আলমগীর হোসেন, বিল্লাল হোসেন ভূইঁয়া, মোঃ শাহপরান ভূইয়া। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা তা’লীমে হিযবুল্লাহ এর সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক জয়দল হোসেন, আব্দুর রশিদ, ডাঃ মোঃ আবু তাহের, ডাঃ মানিক ভূইঁয়া, হুমায়ন মেম্বার, মোঃ নাছির উদ্দিন, মোঃ কবির হোসেন, ডাঃ সাইদুল ইসলাম, হারুন-অর-রশিদ মেম্বারসহ বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ এর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা। সবশেষে তাবারুক বিতরনের মধ্যদিয়ে মাহফিল শেষ হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page