ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।গত ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর এ দুই দিনে সুলতানপুর ব্যাটালিয়ন ( ৬০ বিজিবি কর্তৃক) তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে এসব মাদক ও অবৈধ মালামাল জব্দ করে।যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা প্রায়।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

গত (১৭-১৯) নভেম্বর বিজিবি তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে ভারতীয় চিনি ৫৮৭০ কেজি, চাউল ১৩৫ কেজি, চশমা (সানগ্লাস) ১১২৩২ পিস, গরু ০৭ টি, কম্বল ০৩ পিস, সোফার থান কাপড় ৫৫৫ মিটার, কাজু বাদাম ৩১ কেজি, বাংলাদেশী রসুন ৩৪ কেজি, অলিভ ওয়েল ২৮৭ পিস, স্কিন সাইন ক্রিম ৪৮০ পিস, মোটরসাইকেল ০২টি, শাড়ি ৩২ পিস, স্টিলের গ্রীলের বিভিন্ন অংশসমূহ ১৬২৮পিস, হুইস্কি ১৪০ বোতল, বিয়ার ০৪ বোতল, ইস্কফ সিরাপ ১০ বোতল এবং গাঁজা ০৫ কেজি।

এব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page