মনোহরগঞ্জে ৯ কেজি গাঁজা সহ আটক ১

শাহাদাত হোসেন।।
মনোহরগঞ্জে ৯ কেজি গাঁজা সহ রজ্জবি বেগম নামের একজনকে আটক করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।

শনিবার রাতে মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের লাউলহরী গ্রামে মৃত ছায়েদ আলীর ছেলে মাসুদ আলমের বসত বাড়ির টয়লেট থেকে ৯ কেজি গাঁজা সহ মাসুদ আলমের স্ত্রী রজ্জবি বেগম নামে এ মহিলাকে আটক করে পুলিশ।

রজ্জবি বেগম মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান ওসি তদন্ত মাহাবুল কবির।

আটক রজ্জবি বেগম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের লাউলহরী গ্রামের মাসুদ আলমের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা মাহাবুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাসুদ ও তার স্ত্রী রজ্জবি বেগম সহ ৯ কেজি গাঁজা অন্যত্রে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করি। তারা স্বামী- স্ত্রী দুইজনেই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে রজ্জবি বেগম।

এই বিষয়ে মনোহরগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়ে এবং তার স্বামী মাসুদ আলমকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page