০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক ড. নাহিদা বেগম সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ু মিছিল কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় পরম্পরায়-এর তৃতীয় বর্ষপূর্তি পালিত বুড়িচংয়ে গ্যাস সিলিন্ডার দোকানে অভিযান; জরিমানা আদায় কুমিল্লার মেঘনায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি; ১০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে জমির মাটি কাটার অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি; আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মসূচি উদ্বোধন

মরুর দেশ আমিরাতে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গাপূজা

  • তারিখ : ০৪:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • 71

সাগর দেবনাথ, সংযুক্ত আরব আমিরাত থেকে।।
নানা আয়োজনের মধ্য দিয়ে আমিরাতের বিভিন্ন প্রদেশে শারদীয় দুর্গা পূজার উৎসব চলছে।

আমিরাতের রাজধানী আবুদাবি শিল্পনগরী মোছাফ্ফা সানিয়াতে আবুধাবি প্রবাসী পরিবার বর্গ ও সনাতনীবৃন্দদের সার্বজনীন পূজা অল হুব স্পোটিং ক্লাব, আল আইন মরুতীর প্রবাসী গীতা সংঘ মন্দিরে, আল আইন প্রবাসী সনাতনীদের উদ্যোগে ডানার্ট রিসোর্ট আল আইন ফাইভ স্টার হোটেল বলরুমে, আল আইন লোকনাথ মন্দিরের উদ্যোগে সার্বজনীন দুর্গাপূজা ওয়েডিং হলরুমে, শারজা শিবশঙ্কর মন্দির আল নাহাদা গ্র্যান্ড ফাইভ স্টার হোটেল বলরুমে, শারজা গীতার সংঘের উদ্যোগে মোবারক সেন্টার হল রুমে, রাস আল খাইমা রাধামাধব মন্দির সহ বিভিন্ন জায়গায় মাটি তৈরি এবং থ্রিডি বোর্ডের মাধ্যমে প্রতিমা বানিয়ে পূজার আয়োজন চলছে।

পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচানাচি, অষ্টমীতে ভোজন, নবমীতে ঘুরে ফিরে হাঁপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন।

প্রতিবছরের ন্যায় এ বছর ও শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দূ্র্গাৎসব উদযাপন করেছেন প্রবাসী সনাতনীরা। ষষ্টী থেকে দশমী প্রতিদিন মায়ের পূজা, অর্ঘ্যদান, ও পুষ্পাঞ্জলি দেওয়া হবে। ভোর ৫ টা থেকে পূজার শুভারম্ভ হবে অনুষ্ঠানের মধ্যে শিশুদের নাচ গান, কবিতা আবৃত্তি, গীতা পাঠ চন্ডীপাঠ প্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলছে। সকল ঘ্লানি মুছে সকল জরা মুছে সকল রোগ শোক কষ্ট মুছে নতুন দিনের সূচনা হোক সবার জীবন৷

error: Content is protected !!

মরুর দেশ আমিরাতে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গাপূজা

তারিখ : ০৪:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

সাগর দেবনাথ, সংযুক্ত আরব আমিরাত থেকে।।
নানা আয়োজনের মধ্য দিয়ে আমিরাতের বিভিন্ন প্রদেশে শারদীয় দুর্গা পূজার উৎসব চলছে।

আমিরাতের রাজধানী আবুদাবি শিল্পনগরী মোছাফ্ফা সানিয়াতে আবুধাবি প্রবাসী পরিবার বর্গ ও সনাতনীবৃন্দদের সার্বজনীন পূজা অল হুব স্পোটিং ক্লাব, আল আইন মরুতীর প্রবাসী গীতা সংঘ মন্দিরে, আল আইন প্রবাসী সনাতনীদের উদ্যোগে ডানার্ট রিসোর্ট আল আইন ফাইভ স্টার হোটেল বলরুমে, আল আইন লোকনাথ মন্দিরের উদ্যোগে সার্বজনীন দুর্গাপূজা ওয়েডিং হলরুমে, শারজা শিবশঙ্কর মন্দির আল নাহাদা গ্র্যান্ড ফাইভ স্টার হোটেল বলরুমে, শারজা গীতার সংঘের উদ্যোগে মোবারক সেন্টার হল রুমে, রাস আল খাইমা রাধামাধব মন্দির সহ বিভিন্ন জায়গায় মাটি তৈরি এবং থ্রিডি বোর্ডের মাধ্যমে প্রতিমা বানিয়ে পূজার আয়োজন চলছে।

পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচানাচি, অষ্টমীতে ভোজন, নবমীতে ঘুরে ফিরে হাঁপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন।

প্রতিবছরের ন্যায় এ বছর ও শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দূ্র্গাৎসব উদযাপন করেছেন প্রবাসী সনাতনীরা। ষষ্টী থেকে দশমী প্রতিদিন মায়ের পূজা, অর্ঘ্যদান, ও পুষ্পাঞ্জলি দেওয়া হবে। ভোর ৫ টা থেকে পূজার শুভারম্ভ হবে অনুষ্ঠানের মধ্যে শিশুদের নাচ গান, কবিতা আবৃত্তি, গীতা পাঠ চন্ডীপাঠ প্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলছে। সকল ঘ্লানি মুছে সকল জরা মুছে সকল রোগ শোক কষ্ট মুছে নতুন দিনের সূচনা হোক সবার জীবন৷