০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

মুনিয়া হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

  • তারিখ : ০৪:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • 95

রুবেল মজুমদার।।
কুমিল্লার মেয়ে কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মে) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় টাউনহলের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় সকলেই কলেজ ছাত্রী মুনিয়ার হত্যাকারীদের বিচার ও মামলায় অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের গ্রেফতারে দাবি করেন। এ সময় তারা হুমকি দিয়ে বলেন, মুনিয়া হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আর সঠিক বিচার না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, কুমিল্লা সিটি কপোরের্শনের কাউন্সিলার মাসউদ রহমান, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আজিজ সিহানুক, যুগ্ম আহ্বায়ক নাইমুল হক হিমেল প্রমুখ।

বক্তব্যে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান মুনিয়ার খুনিদের বিচার করতে হবে। এক সময় মানুষ রাজনৈতির নেতাদের কথার চেয়ে সাংবাদিকদের কথা বেশি বিশ্বাস করতো। কিন্তু মিডিয়ার এখন সঠিক তথ্য প্রকাশ করছে না। এতে মিডিয়ার প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। কিছু মিডিয়া হত্যাকাণ্ডের ঘটনাকে অন্যদিকে প্রবাহের চেষ্টা করছেন। হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করা হবে, এমন বাংলাদেশ আমরা চাইনি, এমন বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি। বঙ্গবন্ধু এমন বাংলাদেশের ভিত্তি রচনা করেননি। আমি পুলিশ বাহিনীকে বলতে চাই, দোষী যে-ই হোক সঠিক তদন্তের মাধ্যমে তাকে চিহ্নিত করুন এবং তার বিচার হতে হবে। বিচার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লখ্য, ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় বইছে। তবে এখন নিহতের পরিবার দাবি করছে, মুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

error: Content is protected !!

মুনিয়া হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

তারিখ : ০৪:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১

রুবেল মজুমদার।।
কুমিল্লার মেয়ে কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মে) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় টাউনহলের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় সকলেই কলেজ ছাত্রী মুনিয়ার হত্যাকারীদের বিচার ও মামলায় অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের গ্রেফতারে দাবি করেন। এ সময় তারা হুমকি দিয়ে বলেন, মুনিয়া হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আর সঠিক বিচার না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, কুমিল্লা সিটি কপোরের্শনের কাউন্সিলার মাসউদ রহমান, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আজিজ সিহানুক, যুগ্ম আহ্বায়ক নাইমুল হক হিমেল প্রমুখ।

বক্তব্যে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান মুনিয়ার খুনিদের বিচার করতে হবে। এক সময় মানুষ রাজনৈতির নেতাদের কথার চেয়ে সাংবাদিকদের কথা বেশি বিশ্বাস করতো। কিন্তু মিডিয়ার এখন সঠিক তথ্য প্রকাশ করছে না। এতে মিডিয়ার প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। কিছু মিডিয়া হত্যাকাণ্ডের ঘটনাকে অন্যদিকে প্রবাহের চেষ্টা করছেন। হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করা হবে, এমন বাংলাদেশ আমরা চাইনি, এমন বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি। বঙ্গবন্ধু এমন বাংলাদেশের ভিত্তি রচনা করেননি। আমি পুলিশ বাহিনীকে বলতে চাই, দোষী যে-ই হোক সঠিক তদন্তের মাধ্যমে তাকে চিহ্নিত করুন এবং তার বিচার হতে হবে। বিচার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লখ্য, ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় বইছে। তবে এখন নিহতের পরিবার দাবি করছে, মুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।