মুরাদনগরে প্রধানমন্ত্রীর উপহার ঘর, আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাপিতলা ইউনিয়নে পুস্করিনির পাড় গ্রামে প্রধানমন্ত্রী শেখ হসিনার উপহারের ঘর পরিদর্শন করলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামারুল হাসান।

সোমবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সকল প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি।

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন ভূমিহীণ ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে নির্মিত ঘরগুলো ঘুরে ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতির খোঁজখবর নেন জেলা প্রশাসক।
করোনাকালীন সময়ে নির্মাণকর্মীদের খেলাধুলার জন‍্য একটি ফুটবল ও অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে ত্রাণসামগ্রীসহ মাস্ক বিতরণ করেন।

এসময় তিনি ঘর নির্মাণকর্মীদের সঙ্গেও কথা বলেন ও তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর ভালো ভাবে নির্মাণ করতে হবে। তারপরেও কখনো কোন সমস্যা মনে করলে ঘরের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, টনকী ইউপি’র চেয়ারম্যান জাকির হোসাইন, চাপিতলা ইউপি’র চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ভুইয়া প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page