০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক কামরুল নিহত মদিনার কাফেলা বাংলাদেশ বুড়িচং উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় অবৈধ ইটভাট ‘‘মেসার্স বিএমবি ব্রিকসের’’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ কুমিল্লার ৯ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি; ২টি শরিক দলের জন্য ছাড় বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কুমিল্লায় কবিরাজের কাছে ‘জিন ছাড়াতে’ গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বিদ্যালয়ের এক বছর পূর্তি উদযাপন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মহিলা দলের মতবিনিময় সভা সরকারের জনবান্ধব উদ্যোগ মানুষকে জানাতে হবে -জেলা প্রশাসক আমিরুল কায়ছার

“ মুসাফির এর বয়ান “ সৈয়দা মঈন

  • তারিখ : ০১:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • 209

সৃষ্টি কুলের নিকট মহিমাময় মাসের সালাম দিয়া মুসাফির হাজির ।।।
সার্থের চিনতায় বিভোর হইয়া কি হইবে সময় তো মাএ দুই দিন !!! অতি সত্তর ফুরাইয়া যাইবে এই সাজ্ঞ লীলা . মুসাফির এর ঝুলিতে মালিকের পয়গাম রহিয়াছে কি সেই পয়গাম ??
বুঝিয়া ও কেহ বোধগম্য করিতে চায় না !!!
আফসোস ….. বুঝিলে যদি সম্পদ এর ভান্ডার এ টান পরিয়া যায় !!!
ওহে সৃষটি কুল নকল খর কুটা লইয়া মাতিয়া রহিলা
আপন ভুবন বানানোর কাজে ব্যস্ত রহিলা
একবার ও ভাবিয়া দেখিলা না সত্যিই আপন বলতে কি কিছু আছে ???
ভালবাসা বুঝিতে পারিলে না ব্যস্ত রহিয়া গেলা
নয় আর ছয় পয়সার হিসাব নিয়া ।।।
বেলা শেষে যে একটা চরম হিসাবের মুখামুখি হইতে হইবে
বেমালুম ভুলিয়া গেলে ???
কি খেলায় সময় হারাইলে মালিকের অমুল্য বানী গুলা কতবার ই না মুসাফির তোমাকে যানাইতে চাহিল তুমি নির্বোধ তাই অন্তর চক্ষু
বন্ধ করিয়া রাখিলে !!!
মুসাফির গাছতলায় বসিয়া জিকির এর ভজ্ঞিতে মালিকের পয়গাম বলিয়া যায় তুমি তাকে পাগল বলিয়া উপেক্ষা কর
ধোঁকাবাজির এই কারখানায় তুমি ডুবিয়া রহিলে !!!!
সাঁঝের বেলায় হন্য হইয়া খুজিয়া বেড়াইবে
যদি মালিকের দয়া হয় কুলের নাগাল পাইলেও
পাইতে পার
মুসাফির কত কঠিন ভাষায় কথোপথন করে
অন্তর দিয়া পড় বুঝিতে কষ্ট হইবে না
সবই প্রেমিক এর পয়গাম .
অতি মহব্বত এর সাথে তিনি সৃষ্টি করিয়াছিলেন
অধম তুমি আর আমি মালিকের সাথে ভালবাসা বিনিময় করিতে পারিলাম না !!!
মুসাফির তো মালিক চিনিতে পারিয়াছে
তাইতো গাছতলায় মহল বানাইয়াছে .
তার না আছে হারাবার না আছে কিছু পাবার
মালিকের ভালবাসায় পরিপুরন হইয়া সে দ্বারে
দ্বারে ঘুরিয়া বেড়ায় পয়গাম লইয়া
বুকের পাঁজর টাকে নাডা দিয়া দেখ
সময় থাকিতে পথ ধর
সুর্য ডোবার পালা !!! সারে তিন হাত
অন্ধকার বাসভবন আলোক সজজা নাই ॥॥॥
পরিষেশে ।।।
মুসাফির মুছরে আখি জল
ফিরেচল আপনারে নিয়া
ধারাবাহিক (চলবে)

error: Content is protected !!

“ মুসাফির এর বয়ান “ সৈয়দা মঈন

তারিখ : ০১:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২

সৃষ্টি কুলের নিকট মহিমাময় মাসের সালাম দিয়া মুসাফির হাজির ।।।
সার্থের চিনতায় বিভোর হইয়া কি হইবে সময় তো মাএ দুই দিন !!! অতি সত্তর ফুরাইয়া যাইবে এই সাজ্ঞ লীলা . মুসাফির এর ঝুলিতে মালিকের পয়গাম রহিয়াছে কি সেই পয়গাম ??
বুঝিয়া ও কেহ বোধগম্য করিতে চায় না !!!
আফসোস ….. বুঝিলে যদি সম্পদ এর ভান্ডার এ টান পরিয়া যায় !!!
ওহে সৃষটি কুল নকল খর কুটা লইয়া মাতিয়া রহিলা
আপন ভুবন বানানোর কাজে ব্যস্ত রহিলা
একবার ও ভাবিয়া দেখিলা না সত্যিই আপন বলতে কি কিছু আছে ???
ভালবাসা বুঝিতে পারিলে না ব্যস্ত রহিয়া গেলা
নয় আর ছয় পয়সার হিসাব নিয়া ।।।
বেলা শেষে যে একটা চরম হিসাবের মুখামুখি হইতে হইবে
বেমালুম ভুলিয়া গেলে ???
কি খেলায় সময় হারাইলে মালিকের অমুল্য বানী গুলা কতবার ই না মুসাফির তোমাকে যানাইতে চাহিল তুমি নির্বোধ তাই অন্তর চক্ষু
বন্ধ করিয়া রাখিলে !!!
মুসাফির গাছতলায় বসিয়া জিকির এর ভজ্ঞিতে মালিকের পয়গাম বলিয়া যায় তুমি তাকে পাগল বলিয়া উপেক্ষা কর
ধোঁকাবাজির এই কারখানায় তুমি ডুবিয়া রহিলে !!!!
সাঁঝের বেলায় হন্য হইয়া খুজিয়া বেড়াইবে
যদি মালিকের দয়া হয় কুলের নাগাল পাইলেও
পাইতে পার
মুসাফির কত কঠিন ভাষায় কথোপথন করে
অন্তর দিয়া পড় বুঝিতে কষ্ট হইবে না
সবই প্রেমিক এর পয়গাম .
অতি মহব্বত এর সাথে তিনি সৃষ্টি করিয়াছিলেন
অধম তুমি আর আমি মালিকের সাথে ভালবাসা বিনিময় করিতে পারিলাম না !!!
মুসাফির তো মালিক চিনিতে পারিয়াছে
তাইতো গাছতলায় মহল বানাইয়াছে .
তার না আছে হারাবার না আছে কিছু পাবার
মালিকের ভালবাসায় পরিপুরন হইয়া সে দ্বারে
দ্বারে ঘুরিয়া বেড়ায় পয়গাম লইয়া
বুকের পাঁজর টাকে নাডা দিয়া দেখ
সময় থাকিতে পথ ধর
সুর্য ডোবার পালা !!! সারে তিন হাত
অন্ধকার বাসভবন আলোক সজজা নাই ॥॥॥
পরিষেশে ।।।
মুসাফির মুছরে আখি জল
ফিরেচল আপনারে নিয়া
ধারাবাহিক (চলবে)