০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ কুমিল্লার মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেঘনা নদীতে মিলল নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ

  • তারিখ : ০৭:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • 189

মাহফুজ নান্টু।।
কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজের দশদিন পর রিফানুল ইসলাম ওরফে রিফান নামে ৫ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিফান উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো.শরীফুল ইসলামের ছেলে। শুক্রবার দুপুরে উপজেলার ওমরাকান্দা ব্রিজ এলাকায় পুরোনো মেঘনা নদী থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল মজিদ বলেন, গত ১২ জানুয়ারি বাড়ির সামনে থেকে শিশু রিফান নিখোঁজ হয়েছিলো। এ ঘটনায় শিশুর পরিবার বিভিন্ন এলাকায় মাইকিং করেছে। ওইদিনই থানায় জিডি করেন তারা। মরদেহটি অর্ধগলিত, তাই শরীরে কোন আঘাতের দাগ রয়েছে কি-না বোঝা যাচ্ছে না। এছাড়া চেহারাও পরিস্কার বোঝা যাচ্ছে না। তবে মরদেহের শরীরে থাকা কাপড় ও সকল কিছুর মিল দেখে পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেছেন।

আবদুল মজিদ আরও জানান, আমরা ময়নাতদন্তের পাশাপাশি ওই শিশুর ডিএনএ প্রোফাইলও তৈরি করছি। এর মাধ্যমে পরিচয় পুরোপুরি নিশ্চিত হতে পারবো। আর পিবিআই ও সিআইডির তদন্ত দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

error: Content is protected !!

মেঘনা নদীতে মিলল নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ

তারিখ : ০৭:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১

মাহফুজ নান্টু।।
কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজের দশদিন পর রিফানুল ইসলাম ওরফে রিফান নামে ৫ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিফান উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো.শরীফুল ইসলামের ছেলে। শুক্রবার দুপুরে উপজেলার ওমরাকান্দা ব্রিজ এলাকায় পুরোনো মেঘনা নদী থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল মজিদ বলেন, গত ১২ জানুয়ারি বাড়ির সামনে থেকে শিশু রিফান নিখোঁজ হয়েছিলো। এ ঘটনায় শিশুর পরিবার বিভিন্ন এলাকায় মাইকিং করেছে। ওইদিনই থানায় জিডি করেন তারা। মরদেহটি অর্ধগলিত, তাই শরীরে কোন আঘাতের দাগ রয়েছে কি-না বোঝা যাচ্ছে না। এছাড়া চেহারাও পরিস্কার বোঝা যাচ্ছে না। তবে মরদেহের শরীরে থাকা কাপড় ও সকল কিছুর মিল দেখে পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেছেন।

আবদুল মজিদ আরও জানান, আমরা ময়নাতদন্তের পাশাপাশি ওই শিশুর ডিএনএ প্রোফাইলও তৈরি করছি। এর মাধ্যমে পরিচয় পুরোপুরি নিশ্চিত হতে পারবো। আর পিবিআই ও সিআইডির তদন্ত দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।