লকডাউনের ৭ দিনে কুমিল্লা সদর দক্ষিনে ৬১টি মামলা সহ জরিমানা আদায়

মাজহারুল ইসলাম নোমান।।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের সপ্তম দিন মঙ্গলবার (২০এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিনে ৬১ মামলায় ৪৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ।

সদর দক্ষিনের বিভিন্ন স্পটে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে অভিযান পরিচালনাকালে এ জরিমানা আদায় করা হয়।

সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন,এ অভিযানে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয় এবং সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে দোকান খোলা রাখা ও সিএনজি/ইজিবাইক অটোরিক্সা চালানোর জন্য ৬১ মামলায় ৪৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

জনসচেতনতার পাশাপাশি লকডাউন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page